মণীশ সিসোদিয়ার গাজিয়াবাদের ব্যাঙ্ক লকারে হানা দিল সিবিআই

- আপডেট : ৩০ অগাস্ট ২০২২, মঙ্গলবার
- / 6
পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির উপ মুখ্যমন্ত্রীর মণীশ সিসোদিয়ার গাজিয়াবাদে ব্যাঙ্ক লকারে হানা দিল খুলল সিবিআই। ব্যাঙ্ক লকারটি রয়েছে তার স্ত্রীয়ের সঙ্গে।
দিল্লির আবগারি নীতিতে বেনিয়মের যে অভিযোগ তুলেছিলেন লেফটেন্যান্ট গভর্নর, সেই তদন্তেই উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি শুরু করেন সিবিআই আধিকারিকেরা। এর পর সিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়।
আজ, মঙ্গলবার গাজিয়াবাদের একটি ব্যাঙ্কে পৌঁছন সিবিআই আধিকারিকেরা। সেই ব্যাঙ্কে সিসোদিয়ার নামে একটি ব্যাঙ্কের লকার আছে।
মণীশ সিসোসিয়া হিন্দিতে গতকাল একটি ট্যুইট করে জানান, ‘দু সপ্তাহ আগে আমার বাড়িতে তল্লাশি চালানো হয়। আগামীকাল সিবিআই আধিকারিকেরা আমার ব্যাঙ্কের লকার খতিয়ে দেখবেন। গত ১৯ আগস্ট ১৪ ঘন্টা আমার বাড়িতে চালিয়ে কিছু পায়নি, এবারেও কিছু পাবে না। সিবিআইকে স্বাগত। আমি ও আমার পরিবার সিবিআইকে তদন্ত পূর্ণ সহযোগিতা করব’।
উল্লেখ্য, আবগারি নীতিতে বেনিয়মের যে অভিযোগে মণীশ সিসোদিয়া সহ ১৫ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে।