পুবের কলম প্রতিবেদক: ভুল কেন্দ্রে যায় সিবিএসই পরীক্ষার্থী। এর ফলে চরম সমস্যার মধ্যে পড়ে ওই পরীক্ষার্থী। গ্রিন করিডর করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় কলকাতা পুলিশের পরীক্ষার্থীরা। এর আগে পার্ক সার্কাসে কর্তব্যরত পুলিশকর্মীদের পরীক্ষার্থীকে সহায়তার নজির দেখা গিয়েছে।
শনিবার থেকে শুরু হয়েছে সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। এ বছর সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। অন্য দিকে, দ্বাদশের পরীক্ষা শেষ ৪ এপ্রিল। উভয় ক্ষেত্রেই পরীক্ষা শুরু সকাল সাড়ে ১০টা থেকে। উল্লেখ্য, দেশ এবং বিদেশের সিবিএসই অধীনস্থ স্কুলগুলি থেকে প্রায় ৪৪ লক্ষ পরীক্ষার্থী দশম এবং দ্বাদশের পরীক্ষা দেবে।
মহেশতলার একটি স্কুলের পরীক্ষাকেন্দ্র করা হয়েছে তারাতলার একটি স্কুলে। কিন্তু মহেশতলার ওই স্কুলের এক ছাত্র ও তার অভিভাবক পৌঁছে যান হরিদেবপুর থানার অর্ন্তগত জোকার একটি স্কুলে। সেখানে গিয়ে বুঝতে পারেন ভুল স্কুলে এসেছেন তাঁরা। যেতে হবে তারাতলায়। তবে হাতে সময় কম। কী করবেন বুঝতে পারছিলেন না অভিভাবক। পরীক্ষা দিতে না পারার আশঙ্কায় কাঁটা হয়েছিল পরীক্ষার্থীও। ওই পরীক্ষার্থী বিপদে পড়েছেন বুঝতে পেরে এগিয়ে আসেন ওখানেই ডিউটিরত বেহালা এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুভাষ আধিকারী। কী হয়েছে জানতে চাইলে সমস্তটা বলেন পড়ুয়ার অভিভাবক। তখন পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় কাছে চলে এসেছে। সব কিছু শুনে দেরি করেননি সুভাষবাবু। ঠাকুরপুর থানার একটি গাড়ি আনিয়ে পরীক্ষার্থী ও অভিভাবক স্কুলের উদ্দেশ্যে রওনা করান। এদিকে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানিয়ে গ্রিন সিগন্যালের ব্যবস্থা করেন। রাস্তায় প্রায় কোনও বাধা না পেয়ে জোকা থেকে তারাতলায় পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ। এদিকে পুলিশের এই উদ্যোগে খুশি পরীক্ষা এবং তার পরিবার।