BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর স্যালাইন কাণ্ড: জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার মেগা বৈঠক, চিকিৎসকদের ভাতা- বেতন বাড়ালেন মমতা ইসলামের দাওয়াত সবার জন্য বাংলার প্রথম ‘বইগ্রাম’ পানিঝোড়াকে কেন্দ্র করে উজ্জীবিত হচ্ছে পর্যটন খানাকুলে ডিভিসির জলে অকাল প্লাবন, জলের তলায় সবজি-ধান-আলু ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া, গাজা আক্রমণের ছক! কোভিডের উৎস কি রেকুন কুকুর? রাজ্য সরকারের উদ্যোগে আজ মুখ্যমন্ত্রীর মুখোমুখি ডাক্তাররা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে।

যুদ্ধবিরতি চুক্তি: ৩৪ জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

গাজা: একদিকে হত্যাযজ্ঞ, অন্যদিকে শান্তিচুক্তির আলোচনা। গাজাকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বোমা মেরে। কাতারে চলছে রফাসূত্রের খোঁজ। ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে ৩৪ জন জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ে ৩৪ জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে। বন্দি বিনিময় চুক্তির প্রাথমিক পর্যায়ে গাজায় আটক সকল নারী, শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দিদের মুক্ত করা হবে বলেও জানানো হয়েছে। তবে কতজন জিম্মি এখনও বেঁচে আছেন তা স্পষ্ট নয়।

Read More: কার্টুন প্রকাশে অস্বীকৃতি, ওয়াশিংটন পোস্ট থেকে কার্টুনিস্টের পদত্যাগ

৩৪ জনের তালিকায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ৫০ থেকে ৮৫ বছর বয়সী ১০ জন নারী এবং ১১ জন পুরুষ জিম্মি রয়েছেন। সেইসঙ্গে ছোট শিশুরাও রয়েছে যাদের সম্পর্কে হামাস আগে বলেছিল যে তারা ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে। তবে এ জন্য হামাসের কিছুটা সময় প্রয়োজন বলে জানান এক কর্মকর্তা। তিনি বলেন, ‘হামাস ৩৪ জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়েছে, তা জীবিত হোক বা মৃত। তবে তাদের যারা জিম্মি করে গাজায় এনেছে (অপহরণকারীদের) তাদের  সঙ্গে যোগাযোগ করতে এবং যারা জীবিত ও যারা মৃত তাদের শনাক্ত করতে এক সপ্তাহের সময় প্রয়োজন।’

এদিকে এখনও গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। গত এক সপ্তাহে ইসরাইলি বিমান হামলায় সেখানে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি  নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder