রামপুরহাট কাণ্ডে বগটুই গ্রামে নমুনা সংগ্রহ করতে কেন্দ্রীয় ফরেন্সিক দল

- আপডেট : ২৫ মার্চ ২০২২, শুক্রবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্কঃ রামপুরহাট কাণ্ডে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। গতকালই এই বগটুই গ্রামে গিয়ে স্বজন হারানো পরিবারগুলির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন তারা। আর্থিক সাহায্যের ঘোষণার পাশাপাশি স্থায়ী চাকরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আজ বগটুই কাণ্ডে আগুন কিভাবে লেগেছিল তা দেখতে গ্রামে গেছেন কেন্দ্রীয় ফরেন্সিক দল। সেখানে নমুনা সংগ্রহ করার কাজ চলছে।
আজ রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। গতকাল গ্রামে গিয়ে মুখ্যমনন্ত্রী আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, আনারুল যদি আত্মসমর্পণ করে তা হলে ভালো না হলে তাকে গ্রেফতার করতে হবে। ঘটনার দিক কেন আনারুল এই বিষয়ে তৎপর হয় পুলিশকে সঠিকভাবে কাজে লাগায়নি, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন। এর পরেই তারাপীঠের একটি হোটেল থেকে মোবাইল-এর ট্র্যাক ধরে আনারুলকে গ্রেফতার করা হয়।