কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিনক্ষণ পরিবর্তন

- আপডেট : ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। দেশের ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্নাতক, সমন্বিত, স্নাতকোত্তর, ডিপ্লোমা, সার্টিফিকেশন কোর্স এবং গবেষণা প্রোগ্রামে ভর্তির জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা আয়োজিত পরীক্ষার সূচি বদল হল। সারা দেশের ২১ মে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সেই পরীক্ষার সূচী হেরফের করেছে এনটিএ।
কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট বা সিইউইটি পরীক্ষার সূচির সামান্য হেরফের করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
প্রাথমিকভাবে যে পরীক্ষা আগামী ৩১ মে পর্যন্ত হওয়ার কথা ছিল, নয়া সূচি অনুযায়ী সেই পরীক্ষা শেষ হবে আগামী ৬ জুন। পরীক্ষার আয়োজক এনটিএয়ের দাবি, একাধিক শহরে পরীক্ষার্থীর সংখ্যা অত্যন্ত বেশি। তাই আরও বেশিদিন স্নাতক স্তরে অ্যাডমিশন টেস্ট নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে।
সোমবার থেকে সিইডইটির দ্বিতীয় সংস্করণের পরীক্ষা শুরু হবে। প্রাথমিক সূচি অনুযায়ী, ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে সেই সূচির সামান্য হেরফের করা হয়েছে। এনটিএয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েকটি শহরে নথিভুক্ত প্রার্থীর সংখ্যা অত্যন্ত বেশি। এই পরিস্থিতিতে ২০২৩ সালের সিইউইটির পরীক্ষা
১ জুন, ২ জুন, ৫ জুন এবং ৬ জুনও হবে। সেইসঙ্গে অতিরিক্ত দিন হিসেবে ৭ জুন এবং ৮ জুন রাখা হয়েছে।’ এদিকে, ২৫ মে, ২৬ মে, ২৭ মে এবং ২৮ মে যে যে পরীক্ষা আছে, সেগুলির ইতিমধ্যে ‘সিটি ইনটিমেশন স্লিপ’ প্রকাশ করেছে এনটিএ। তার আগেই ২১ মে, ২২ মে, ২৩ মে এবং ২৪ মে পরীক্ষার ‘সিটি ইনটিমেশন স্লিপ’ প্রকাশ করেছে আয়োজক সংস্থা এনটিএ।