মুম্বই, ১৮ ফেব্রুয়ারিঃ নিজেদের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এল ভারতীয় ক্রিকেট বোর্ড। কয়েকদিন আগে জানানো হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু মাত্র ১৯ দিনের একটি প্রতিযোগিতা, তাই সেখানে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবার যেতে পারবে না। তবে মঙ্গলবার এই বিষয়ে কিছুটা সুর নরম করল বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনও একটি ম্যাচে ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেটাররা ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে গিয়েছেন।
এখন মাত্র একটি ম্যাচের জন্য কোনও ক্রিকেটার নিজের পরিবারকে আনতে চাইবে কি না, বা পরিবার আসতে চাইবে কি না, সেটাও দেখার বিষয়।
বিসিসিআই জানিয়েছে, একটি ম্যাচের জন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যরা দুবাইয়ে যেতে পারবে। তবে কোন ম্যাচে তাঁরা যাবেন, সেটা ঠিক করবেন ক্রিকেটাররা। সেইমত বোর্ডের কাছে ক্রিকেটারদের জানাতে হবে। তারপরে বোর্ড অনুমতি দেবে।
এর আগে বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছিল, ৪৫ দিন বা তার বেশি দিনের বিদেশ সফর থাকলে দু’সপ্তাহের জন্য ক্রিকেটারদের সঙ্গে পরিবার থাকতে পারবে। চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু মাত্র ১৯ দিনের, তাই সেখানে ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড।