পুবের কলম, ওয়েবডেস্ক: কটূক্তি করতে করতে ধাওয়া। গাড়িতে লাগাতার ধাক্কা। মদ্যপ যুবকদের তাড়া খেয়ে উল্টে গেল গাড়ি। গাড়ি উল্টে মৃত্যু চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। বয়স ২৭। জানা গেছে, এদিন মদ খেয়ে তাঁকে ধাওয়া করে অভিযুক্ত যুবকরা।
READ MORE: স্যালাইন কাণ্ড: জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার
চলে অকথ্য নোংরা কথা। মজা নিতে বারবার তরুণীর গাড়িতে ধাক্কাও দেয় অভিযুক্তরা। মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে দ্রুত বেগে গাড়ি ছুটাই। এরপরেই ভুল পথে ঢুকে পড়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। তারপর গাড়ি উল্টে যায়। । চোট পেয়েছেন ওই গাড়িতে থাকা বাকি চার জনও। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয়। পশ্চিম বর্ধমানের পানাগড়ের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ৷ মৃতা হুগলির চন্দননগরের বাসিন্দা৷
উল্লেখ্য, মৃতা তরুণী ইভেন্ট সংস্থার কর্মী ছিলেন। একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এদিন চন্দননগর থেকে গাড়ি করে বের হয় তারা। গন্তব্যস্থল ছিল বিহারের গয়া । রবিবার রাতে পানাগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রল পাম্পে তেল ভরতে গাড়িটি থামে। তেলভরে আবার গন্তব্যর জন্য যাওয়া শুরু করে। তারপর গাড়িটি জাতীয় সড়ক ধরে পানাগড় অভিমুখে যাওয়া শুরু করে। তখনই আরও একটি সাদা রংয়ের গাড়ি (চারচাকা) তরুণীর গাড়িকে ধাওয়া করে। তারপরেই দুর্ঘটনাটি ঘটে।