আরিয়ানের সঙ্গে চ্যাটিং, এবার চাঙ্কি পান্ডে কন্যাকে জেরা এনসিবির
- আপডেট : ২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবারেও জামিন মেলেনি শাহরুখ পুত্র আরিয়ান খানের (Aryan khan) আর্থার রোড ( Arthar Road jail) জেলই এখন আরিয়ানের ঠিকানা। তবে ইতিমধ্যেই ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে। আরিয়ানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথনের ভিত্তিতে ডেকে পাঠানো হল আরও এক বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের (chanki pande) মেয়ে অনন্যাকে।
জানা যাচ্ছে তদন্তের স্বার্থে অনন্যার মোবাইল এবং ল্যাপটপ আটক করা হয়েছে। সূত্রের খবর আরিয়ানের হোয়াটসঅ্যাপে অ্যানি নামে একজনের সঙ্গে কথোপকথনের চ্যাটিং মিলেছে। অনুমান এই অ্যানিই হলেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পাণ্ডে।
উল্লেখ্য এই বুধবার এই কথোকথনের রেকর্ডের কপি আদালতের কাছে পেশ করে এনসিবি ( Ncb) । তারপরেই নাকচ হয়ে যায় আরিয়ানের জামিন।
বৃহস্পতিবার দুপুরে অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে এনসিবি তল্লাশি করে। শুধু তা-ই নয়, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর নায়িকাকে দুপুর ২টো নাগাদ এনসিবি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য বুধবার ফের খারিজ হয়ে যায় আরিয়ান খানের জামিনের আবেদন। ম্যাজিস্ট্রেট কোর্টের পর সেশন কোর্টেও স্বস্তি মেলেনি বলিউড বাদশা শাহরুখ খানের (Saharukh khan) পুত্রের।
সূত্রের খবর এবার হাইকোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন খান পরিবার। সেশন কোর্টে আরিয়ানের জামিনের জন্য সওয়াল করেন আইনজীবী অমিত দেশাই এবং সতীশ মানসিন্ডে। জামিন না পাওয়ার ফলে এখন আর্থার রোড জেলেই বন্দি থাকবেন বলিউড বাদশার পুত্র।
জামিনের আবেদন জানিয়ে আরিয়ান লেখেন তিনি নির্দোষ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জামিন পেলে তিনি দেশ ছেড়ে পালাবেননা বা তথ্য প্রমাণ নষ্ট করবেননা এই কথাও তিনি আবেদনে লেখেন। তবে দীর্ঘ সওয়াল জবাবের শেষেও মেলেনি জামিন।
দশেরার ছুটির পরবুধবারেই প্রথম শুরু হয় আদালত, তবে জামিনের শিকে ছিড়লনা আরিয়ানের কপালে।
ইতিমধ্যেই খান পরিবারের এই দুঃসময়ে বলিউডের অনেকেই পাশে দাঁড়িয়েছেন শাহরুখ-গৌরির।তবে শেষ পর্যন্ত কিন্তু জামিন না মেলায় আপাতত মন্নত নয় আর্থার রোড জেলের সেলই ঠিকানা বলিউড বাদশার পুত্রের।