গুজরাতের খেদাতে ছত্তিশগড়ের শ্রমিককে পিটিয়ে হত্যা

- আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের নৃশংস ঘটনা দেখা গেল গুজরাতে। খেদা জেলার সুধাবনশোল গ্রামে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম খেরওয়ার (৪১)। ছত্তিশগড়ের বলরামপুর জেলার মাধনা গ্রামের একজন পরিযায়ী শ্রমিক কাজের সন্ধানে আহমদাবাদে এসেছিলেন। সুধাবনশোল গ্রামে গেলে তাঁকে চোর বলে মারতে শুরু করেন ওই এলাকার কিছু লোকজন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, খেরওয়ারকে বেঁধে বেল্ট দিয়ে মারা হচ্ছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
তার স্ত্রী ইন্দ্রাসো বলেন, তিনি ফোন করে বলেছিলেন যে তিনি অসুস্থ বোধ করছেন এবং সুস্থতার জন্য বাড়ি ফিরতে চান। আমি জিজ্ঞাসা করলাম অন্য কোনও সমস্যা আছে কি না, কিন্তু তিনি বলেছিলেন যে তার স্বাস্থ্য সমস্যা রয়েছে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি তার কাজের অবশিষ্ট টাকা পেয়ে গেলে বাড়ি ফিরবেন। এটাই ছিল আমার সঙ্গে তার শেষবারের কথোপকথন। তিনি খুবই নম্র এবং নিরীহ মানুষ ছিলেন। আমি জানি না কেন তাকে পিটিয়ে মারা হল। এই প্রথমবার তিনি একা গেলেন, অন্যথায় তিনি সর্বদা অন্য লোকেদের সঙ্গে একটি দলে যেতেন।’
এই কথোপকথনের কয়েক ঘন্টা পরে সুধাবনশোল খেরওয়ারকে চোর সন্দেহে গ্রামের কিছু লোক পিটিয়ে মেরে ফেলে। খেদার ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ ভিআর বাজপাই বলেন, গ্রামবাসীরা ভেবেছিল খেরওয়ার চোর। কেন তিনি ওই স্থানে ছিলেন তা অস্পষ্ট। গ্রামের একজন আমাদের ডাকার পর আমরা দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই এবং পরে পরবর্তী চিকিৎসার জন্য আহমেদাবাদে নিয়ে যাই। কিন্তু ওই সময় তিনি মারা যান।’
খেরওয়ার সবরমতীর মুম্বাই-আহমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের হাইস্পিড রেল টার্মিনালে বিএল কাশ্যপ অ্যান্ড সন্স লিমিটেড-এর কাজে নিযুক্ত ছিলেন। তিনি প্রাথমিকভাবে কোম্পানির আহমদাবাদ অফিসে কাজ করেছিলেন এবং পরে সংক্ষিপ্তভাবে বিহারে একটি প্রকল্পের জন্য কাজ করতে যাবেন বলে ঠিক করেছিলেন।
১৭ মার্চ খেরওয়ার কোম্পানির একজন সিভিল সুপারভাইজার মনীশ কুমার সিংয়ের সঙ্গে দেখা করতে সবরমতীতে যান, যেখানে খেরওয়ার আগে কাজ করেছিলেন। তিনি মনীশ সিংকে জানিয়েছিলেন যে তিনি কাজ বন্ধ করে ছত্তিশগড়ে বাড়ি ফিরতে চান। এফআইআর-এ মনীশ কুমার সিং উল্লেখ করেছেন যে খেরওয়ারের মাথায় গুরুতর আঘাত ছিল।