রাষ্ট্রদ্রোহিতা আইন বাতিল নিয়ে আইনমন্ত্রীকে কটাক্ষ চিদাম্বরমের
- আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার
- / 5
পুবের কলম ডেস্ক : প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম শনিবার আইনমন্ত্রী কিরেন রিজিজুকে কটাক্ষ করেছেন৷ রাষ্ট্রদ্রোহ আইন বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই, পার্লামেন্টে এমনটাই জানিয়েছেন রিজিজু৷ তারই প্রেক্ষিতে চিদাম্বরমের কটাক্ষ, তিনি যা বলেননি তা হল যে অনেক নিরপরাধ লোককে এই আইনের আওতায় আনার প্রস্তাব রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের!
রিজিজু শুক্রবার লোকসভায় বলেছিলেন যে রাষ্ট্রদ্রোহের সঙ্গে সম্পর্কিত ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১২৪-এ বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের বিবেচনাধীন কোনও প্রস্তাব নেই। সাংসদ বদরুদ্দিন আজমলের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷ সুপ্রিম কোর্ট সম্প্রতি রাষ্ট্রদ্রোহ আইনকে ঔপনিবেশিক বলে অভিহিত করেছে এবং এটির অপব্যবহার করা হচ্ছে বলে একটি পর্যবেক্ষণ করেছে কি না, সেটাই জানতে চেয়েছিলেন আজমল৷ জবাবে রিজিজু বলেন, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এমন কোনও রায় বা আদেশ দেওয়া হয়নি৷
লোকসভায় রিজিজুর উত্তরের প্রতিক্রিয়া জানিয়ে চিদাম্বরম টুইট করেছেন, আইনমন্ত্রী বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রক তাকে জানিয়েছে যে রাষ্ট্রদ্রোহ আইন বাতিল করার কোনও প্রস্তাব নেই। তিনি যা বলেননি তা হল যে স্বরাষ্ট্র মন্ত্রক অনেক নিরপরাধ মানুষকে রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় আনার প্রস্তাব করেছে৷ তিনি যা বলেননি তা হল যে তিনি সুপ্রিম কোর্টের কার্যক্রমের রিপোর্ট করা সংবাদপত্র পড়েন না৷