পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। বৃহস্পতিবার ব্যক্তিগত কারণে ওই মামলা শুনতে অপরাগতার কথা জানান তিনি। তাঁর এজলাসে শুনানির তালিকা থেকে ওই মামলা তুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানান, অন্য বেঞ্চে এই মামলা পাঠানো হবে।