মেঘালয় দক্ষিণ তুরা থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল

- আপডেট : ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্কঃ দক্ষিণ তুরা আসন থেকে এগিয়ে রয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সাংমার ন্যাশনাল পিপলস পার্টি ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই করছে। মরিয়া বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলিও। ৬০ বছরের প্রথমবার নাগাল্যান্ডে মহিলা বিধায়ক নির্বাচিত হলেন। এনডিপিপি প্রার্থী হেকানি জাখলু জয়ী হয়েছেন। তিনি নাগাল্যান্ড বিধানসভায় নির্বাচিত প্রথম মহিলা বিধায়ক।
ত্রিপুরায় আপাতত ৩২টি আসনে এগিয়ে বিজেপি। বাম-কংগ্রেস জোট এগিয়ে ১৯টি আসনে। অপরদিকে তিপ্রা মোথা এগিয়ে ৯টি আসনে।
মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ভাই তথা এনপিপি নেতা জেমস সাংমা দাদেংরে আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রূপা মারাকের কাছে হেরে গিয়েছেন৷
মেঘালয়ে তৃণমূল আপাতত এগিয়ে ৬টি আসনে। সকালের দিকে একসময় ১৯টি আসনে এগিয়ে গিয়েছিল তৃণমূল। একক বৃহত্তম দল হিসেবে উঠে আসছিল তারা। তবে এখন তারা এনপিপি-র থেকে বহুহস্ত দূরে চলে গিয়েছে।
মেঘালয়ে ২৭টি আসনে এগিয়ে গেল কনরাড সাংমার দল। তৃণমূল সেখানে এগিয়ে ৭টি আসনে। বিজেপি এগিয়ে ৪টি আসনে।
ত্রিপুরায় ৩৩টি আসনে এগিয়ে বিজেপি। ১৫টি আসনে এগিয়ে বাম-কংগ্রেস। এদিকে তিপ্রা মোথা এগিয়ে ১০টি আসনে। বিজেপির জোট সঙ্গী আইপিএফটি এগিয়ে ১টি আসনে।