২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
গঙ্গাসাগার মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

ইমামা খাতুন
- আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার
- / 7
পুবের কলম ওয়েব ডেস্কঃ গঙ্গাসাগার মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। কি কি বললেন দেখে নিন এক নজরে।
১ গঙ্গা সাগর মেলায় ৫০০ টি বেসরকারি বাস, ২২৫০ টি সরকারি বাসের ব্যবস্থা।
২ ৪ টি বার্জ, ৩২ টি ভেসেল, ১০০ টি লঞ্চ থাকবে বলেন মন্তব্য মুখ্যমন্ত্রীর।
৩ ১১৫০ টি সিসিটিভি ও ড্রোনে নজরদারির ব্যবস্থা।
৪ গঙ্গাসাগর মেলায় মোতায়েন থাকবে ২৫ টি দমকল ইঞ্জিন।
৫ গঙ্গাসাগর মেলায় নজরদারির জন্য মেগা কন্ট্রোলরুমের ব্যবস্থা
৬ হাওড়া ও শিয়ালদহ থেকে ট্রেন বাড়ানোর আর্জি মুখ্যমন্ত্রীর কাছে।
৭ এক টিকিতে গঙ্গাসাগরে যাতায়াত করা যাবে।
৮ গঙ্গাসাগার মেলায় অগ্নিনির্বাপন ব্যবস্থার জন্য ১০ টি দমকল কেন্দ্র ।
বিস্তারিত আসছে