১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
নতুন বছরে পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার
- / 7
পুবের কলম প্রতিবেদক: রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে লেখা খোলা এক চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ নতুন বছর উপলক্ষ্যে তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা।
নিশ্চয় জানো, ২০২২ সাল থেকে নতুন বছরের প্রথম সপ্তাহটা আমরা ‘স্টুডেন্ট উইক’ হিসেবেও পালন করছি। সপ্তাহব্যাপী এই উদ্যোগের মধ্যে দিয়ে শিক্ষার মানোন্নয়নে আমাদের পরিকল্পনা, ছাত্রছাত্রীদের স্বার্থে নেওয়া বিভিন্ন প্রকল্প, এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা হয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বিদ্যালয়ে বিদ্যালয়ে গ্রহণ করা হয়। পড়ুয়াদের উদ্দেশ্যে লেখা এই চিঠি স্কুলগুলিতেও পাঠিয়ে দেওয়া হবে।