পুবের কলম, ওয়েবডেস্ক: গুজরাটের এক মন্দিরের পাশ থেকে উদ্ধার হল শিশুকন্যার দেহ। ৫ বছর বয়সী শিশু কন্যার গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। নারকীয় ঘটনাটি ঘটেছে গুজরাতের ছোটাউডেপুর জেলার পানেজ গ্রামে। মৃতের পরিবারের দাবি, হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মেয়ে। তারপরই বিকেলের দিকে মন্দিরের পাশ থেকে গলা কাটা অবস্থায় মেয়ের দেহ উদ্ধার করে পুলিশ।
সূত্রের খবর, এদিন বিকেলে মন্দিরের সিড়িতে রক্তের দাগ দেখতে পেয়ে চমকে ওঠেন গ্রামবাসীরা। এরপরেই মন্দিরের কিছুটা দূর থেকে উদ্ধার হয় ওই শিশুটির দেহ। আর সেই সময় গ্রামেরই বাসিন্দা লালা তাড়ভিকে মন্দিরের কাছেই রক্তমাখা অস্ত্র হাতে দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক অনুমান শিশুকন্যাকে ‘নরবলি’ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার গৌরব আগরওয়াল জানিয়েছেন, শিশুটির গলায় কুড়ুল দিয়ে আঘাত করা হয়। এরপর তাঁর রক্ত নিয়ে গিয়ে উৎসর্গ করা হয় মন্দিরে। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।