BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ভিভিআইপিদেরও সিগনালে অপেক্ষা করতে হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর ল্যান্সডাউন প্লেসের নাম হবে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ মার্চে ২০ কোটি ব্যায়ে আরও ১০০ উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পাচ্ছে কম্পিউটার ল্যাব লাউডস্পিকারে নিষেধাজ্ঞা, মসজিদের ছাদে খালি গলায় আজান মুয়াজ্জিনের ৬২০ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া আলোচনা নয়: হামাস চিনের সঙ্গে বড় চুক্তি সাক্ষর মালদ্বীপের, ভাবাচ্ছে নয়াদিল্লিকে গাজায় ফের হামলার প্রস্তুতি, পশ্চিম তীরে পৌঁছেছে ইসরাইলি ট্যাঙ্ক প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল জার্মানিতে রক্ষণশীল দলের জয়, উচ্ছসিত ট্রাম্প বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী

প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা, ২৪ ফেব্রুয়ারিঃ  শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চিন কার্যত নিশ্চুপ। অথচ নীরব থেকেই ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় মাথা গলাচ্ছে বেজিং। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসাবে বিএনপি-সহ বাংলাদেশের আটটি আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বেজিংয়ে।

চিন সরকারের বিশেষ আমন্ত্রণে মঙ্গলবার থেকে তাদের সফর শুরু হচ্ছে। ১০ দিনব্যাপী ওই সফরে মোট ২২ সদস্যের টিম যাচ্ছে। সেই টিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিকরাও অন্তর্ভুক্ত রয়েছেন। গত ২৭ নভেম্বর থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামির ৮ সদস্য-সহ ইসলামি দলগুলোর মোট ১৪ প্রতিনিধি চিন সফর করেন।

ঢাকার মার্কিন দূতাবাসে নিযুক্ত চিনা কূটনীতিকদের মতে, আওয়ামী লীগ এবং তার জোটের বাইরে থাকা দলগুলোর সঙ্গে তাদের যোগাযোগের পথে নাকি কাঁটা বিছিয়ে রেখেছিল সরকার! তাদের দাবি, চিন ৫ আগস্টের আগে থেকেই পরিস্থিতি আঁচ করছিল এবং ক্ষমতার পরিবর্তন যে অবশ্যম্ভাবী তা তারা বেইজিংয়ে নোটিশ করেছিল। চিনা কূটনীতিকদের দাবি মতে, তারা এখন সবার সঙ্গে সম্পর্ক রাখছেন। তারই অংশ হিসেবে নভেম্বরে প্রথম ইসলামী দলগুলোর প্রতিনিধিরা চিন সফর করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের পাঁচজন নেতা রয়েছেন। এছাড়া নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় পিপলস পার্টি, জাতীয় ডেমোক্র্যাটিক মুভমেন্ট, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় দলের প্রতিনিধিরা রয়েছেন চিন সফরকারী দলে।

পাশাপাশি এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষক মুহাম্মদ নাহিয়ান সাজ্জাদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিনও প্রতিনিধি দলে রয়েছেন। রয়েছেন দুই সাংবাদিকও।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder