রাষ্ট্রসংঘের হাই কমিশনারকে শিনজিয়াংয়ে ঢুকতে দেবে চিন

- আপডেট : ৯ মার্চ ২০২২, বুধবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্ক : উইঘুর অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেটকে প্রবেশের অনুমতি দিল চিন সরকার। এ বিষয়ে রাষ্ট্রসংঘ ও চিনের মধ্যে সমঝোতা হয়েছে। মঙ্গলবারই ব্যাচলেট জানান যে, তিনি চিনের সঙ্গে এ বিষয়ে চুক্তি করে মে মাসে দেশটিতে সফরের সিদ্ধান্ত নিয়েছেন। এই সফরে রাষ্ট্রসংঘের চেষ্টা থাকবে উইঘুরদের বিরুদ্ধে চিনা নির্যাতনের কিছু প্রমাণ একজোট করা। তবে শিনজিয়াং প্রদেশের বন্দিশিবির গুলিতে রাষ্ট্রসংঘের শীর্ষ আধিকারিককে প্রবেশাধিকার দেওয়া হবে কিনা তা নিশ্চিত নয়। ব্যাচলেট বলেন, ’আমার অফিস এমন কিছু ঘটনা তুলে ধরেছে যা দেখে সরকারও বাকচর্চার অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাবে।’
প্রসঙ্গত, উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বহু আন্তর্জাতিক সংস্থা ও পলাতক বন্দি। বন্দি শিবিরে উইঘুর মুসলিমদের সঙ্গে পশুর মতো আচরণ করে চিনের সরকারি কর্মীরা, নির্যাতনের এক পর্যায়ে উইঘুরদের হত্যা করা হয়, উইঘুর মায়েদের পেট কেটে বাচ্চা বের করে নিয়ে তাদের খুন করা হয়। এমনকী উইঘুরদের বংশ বিনাশে মহিলাদের গোপনাঙ্গে রাসায়নিক ঢুকিয়ে তাদের বন্ধ্যা করে দেওয়া হয়। এসকল ঘটনার সত্যতা যাচাইয়ে চিনের সঙ্গে রাষ্ট্রসংঘ আলোচনা চালাচ্ছিল। অবশেষে চিনে প্রবেশের সুযোগ পেলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট।