কোভিড নীতি শিথিল চিনের

- আপডেট : ৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 16
পুবের কলম ওয়েব ডেস্কঃ ‘জিরো কোভিড’ নীতি থেকে পিছু হটল চিন। এই নিয়ে নতুন গাইডলাইন দিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন। এতে উপসর্গহীনদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। ‘জিরো কোভিড’ নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জিনপিং সরকার।
লকডাউন থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন চিনা প্রেসিডেন্ট। চিনের ন্যাশনাল হেলথ কমিশন নতুন গাইডলাইনে বলেছে, গণহারে করোনা পরীক্ষার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে। এছাড়া উপসর্গহীন এবং যাদের মৃদু উপসর্গ রয়েছে তাদের আর সরকারি কোয়ারেন্টাইনে রাখা হবে না। বাড়িতেই আইসোলেশনে থাকতে পারবেন তারা। নিউট্রিক অ্যাসিড পরীক্ষা এবং ঘনঘন কোভিড পরীক্ষারও প্রয়োজন নেই বলে নতুন গাইডলাইনে বলা হয়েছে।
চলতি মাসেই ‘কোভিড শূন্য’ নীতিতে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন চিনের উপপ্রধানমন্ত্রী সান চুলান। কোভিডের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। লকডাউনের ক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ‘কোভিড শূন্য’ নীতিকে কেন্দ্র করে চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহ থেকে চিনে বিক্ষোভ চলছে। এটি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভ দমনে প্রথমে কঠোর ব্যবস্থা নিলেও পরে চাপের মুখে নিষেধাজ্ঞা শিথিল করে চিন।