সর্বদা রাশিয়ার পাশে থাকার বার্তা চিনের

- আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যেকোনও ইস্যুতে চিন রাশিয়ার পাশে থাকবে। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এই কথা বলেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। চায়না সেন্ট্রাল এই দুই নেতার ফোনকলের খবর প্রকাশ করে। এ সময় দুই নেতাই পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন। ফোনালাপে শি জিনপিং বলেন, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে চিন সবসময় আপসহীনভাবে রাশিয়ার পাশে থাকতে প্রস্তুত রয়েছে। তিনি রাশিয়ার সঙ্গে চিনের সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। পুতিন চিনা নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, চিনের সঙ্গে সর্বস্তরে সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার করতে চায় রাশিয়া। জন্মদিনে চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন পুতিন। জানা গেছে, চিন ও রাশিয়ার নেতৃবৃন্দের মধ্যে ফেব্রুয়ারির পর এটাই প্রথম সরাসরি ফোনালাপ। এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরের দিন ২৫ ফেব্রুয়ারি বিকেলে দুই নেতা টেলিফোনে কথা বলেন।