চিনের পরমাণু অস্ত্র ১৭ ভাগ বৃদ্ধি পেয়েছে
ইমামা খাতুন
- আপডেট :
১৩ জুন ২০২৩, মঙ্গলবার
- / 6
বিশেষ প্রতিবেদন: বিশ্বের ৯টি দেশের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। দেশগুলি অব্যাহতভাবে অস্ত্রগুলির আধুনিকায়ন করে চলেছে। কিন্তু ২০২২ সালে চিন তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করেছে শতকরা ১৭ ভাগ। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইনস্টিটিউট এ তথ্য দিয়েছে। সোমবার প্রকাশ হয়েছে এসআইপিআরআই ইয়ারবুক ২০২৩।
এই থিঙ্কট্যাঙ্ক বলেছে, ২০২২ সালের জানুয়ারিতে চিনের হাতে ছিল ৩৫০টি পারমাণবিক অস্ত্র। তা ২০২৩ সালের জানুয়ারিতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪১০-এ। কিন্তু এখানেই থেমে নেই চিন। বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার হাতে যতগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে, চিনের হাতেও তত সংখ্যক থাকতে পারে।
এসআইপিআরআইয়ের ব্যাপক বিধ্বংসী অস্ত্র কর্মসূচির সহযোগী সিনিয়র ফেলো এবং ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস)-এর পারমাণবিক তথ্য বিষয়ক প্রকল্পের পরিচালক হ্যানস এম ক্রিস্টেনসেন বলেন, নিজেদের পারমাণবিক অস্ত্রের সম্প্রসারণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কাজ শুরু করেছে চিন। এসআইপিআরআই-র হিসাব অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারিতে বিশ্বে পারমাণবিক অস্ত্রের পরিমাণ ছিল ১২ হাজার ৫১২টি যা ২০২২ সালের জানুয়ারির সংখ্যার চেয়ে ৮৬টি বেশি।