চ্যাটজিপিটির পাল্টা চিনের ‘টংগি কিয়ানওয়েন’
ইমামা খাতুন
- আপডেট :
১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
- / 5
পুবের কলম,ওয়েবডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা-র জোয়ারে গা ভাসাচ্ছে গোটা বিশ্ব। নতুন নতুন চ্যাটবট উদ্ভাবনে মজেছে বিশ্বের বড় মাপের টেক জায়ান্টরাও। গুগল, মাইক্রোসফট্কে পাল্লা দিতে এবার চ্যাট জিপিটির মত ‘টংগি কিয়ানওয়েন’ নামে নিজেদের চ্যাটবট বাজারে আনল চিনা টেক জায়ান্ট আলিবাবা।
‘টংগি কিয়ানওয়েন’ও চ্যাট জিপিটির মত করে সামান্য সময়ে অনেকটা কাজ করার ক্ষমতা রাখে। কোনো মিটিংয়ের যাবতীয় কথোপকথন নিমেষে লিখে ফেলতে পারা, ইমেইল লেখা ও ব্যবসায়িক প্রস্তবের খসড়া তৈরি’সহ আরও অনেক কাজে দক্ষতা দেখাচ্ছে আলিবাবা-র চ্যাটবট।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টংগি কিয়ানওয়েন’ শব্দের সম্ভাব্য অর্থ ‘হাজার প্রশ্ন করে উত্তর খোঁজা’। নতুন এই চ্যাটবট ইংরেজির পাশাপাশি চিনা ভাষাতেও কাজ করতে পারে।
আলিবাবার ওয়ার্কপ্লেস মেসেজিং অ্যাপ ‘ডিংটক’ ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্মার্ট স্পিকার ‘টিমল জিনি’-র সঙ্গে একে যুক্ত করার কথা জানানো হয়েছে। উল্লেখ্য, চিনা প্রযুক্তি জায়ান্ট বাইদুও একই ধরনের চ্যাটবট লঞ্চ করেছে।
বিশ্ব বাজারে চ্যাটবটের চাহিদা যেমন বাড়ছে, তেমনি খোদ প্রযুক্তির সঙ্গে যুক্ত শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা ও গবেষকরা মনে করছেন চ্যাটবট ভবিষ্যতে মানুষের জন্য হুমকিতে পরিণত হতে পারে।