১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ থাকবে চিৎপুর সেতু, বাস চলবে ঘুরপথে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 11

পুবের কলম প্রতিবেদক: প্রায় দু’বছর ধরে লরি-সহ ভারী যান চলাচলে রাশ টানার পর এবার যাত্রীবাহী বাসের জন্যও এই চিৎপুর সেতু বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। তার জন্য ২৪২ এবং ৪৩ নম্বর বাসের যাত্রাপথ বদলে দিল কলকাতা পুলিশ। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের পর কাশীপুর রাস্তা দিয়ে দক্ষিণ থেকে উত্তরমুখী আসা বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে পিকে মুখার্জি রোড দিয়ে। আবার কাশীপুর রোড ধরে চিৎপুর দিয়ে যাওয়া দক্ষিণমুখী বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে খগেন চ্যাটার্জি রোড দিয়ে। চিড়িয়ামোড় হয়ে বিটি রোড ধরে লক গেট ফ্লাইওভার ধরবে ওই বাসগুলি। আপাতত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নিয়মে ওই পথে বাস চলাচল করবে বলে খবর।

অন্যদিকে দুপুর ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওই রুটের বাসগুলিকে খগেন চ্যাটার্জি রোড ধরে চিড়িয়ামোড়, পাইকপাড়া হয়ে রাজা মণীন্দ্র রোড ধরতে হবে। গত রবিবার থেকেই এই নির্দেশিকা জারি হয়েছে। আপাতত এমনই চলবে বলে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্ধ থাকবে চিৎপুর সেতু, বাস চলবে ঘুরপথে

আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: প্রায় দু’বছর ধরে লরি-সহ ভারী যান চলাচলে রাশ টানার পর এবার যাত্রীবাহী বাসের জন্যও এই চিৎপুর সেতু বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। তার জন্য ২৪২ এবং ৪৩ নম্বর বাসের যাত্রাপথ বদলে দিল কলকাতা পুলিশ। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের পর কাশীপুর রাস্তা দিয়ে দক্ষিণ থেকে উত্তরমুখী আসা বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে পিকে মুখার্জি রোড দিয়ে। আবার কাশীপুর রোড ধরে চিৎপুর দিয়ে যাওয়া দক্ষিণমুখী বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে খগেন চ্যাটার্জি রোড দিয়ে। চিড়িয়ামোড় হয়ে বিটি রোড ধরে লক গেট ফ্লাইওভার ধরবে ওই বাসগুলি। আপাতত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নিয়মে ওই পথে বাস চলাচল করবে বলে খবর।

অন্যদিকে দুপুর ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওই রুটের বাসগুলিকে খগেন চ্যাটার্জি রোড ধরে চিড়িয়ামোড়, পাইকপাড়া হয়ে রাজা মণীন্দ্র রোড ধরতে হবে। গত রবিবার থেকেই এই নির্দেশিকা জারি হয়েছে। আপাতত এমনই চলবে বলে খবর।