ক্রিসমাস কার্নিভাল, আলোয় সেজেছে পার্কস্ট্রীট দেখুন ফটো গ্যালারি
- আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 9
অর্পিতা লাহিড়ী: “ ধর্ম যার যার উৎসব সবার’’ তাই ঈদ হোক বা ক্রিসমাস তিলোত্তমা কলকাতা আপন করে নেয় সবকিছুকেই । তবে গত দুবছর অতিমারির জন্য বড়দিনের উৎসবে ছিল ভাটার টান।


চলতি বছরে ফের করোনা আতঙ্ক মাথা চাড়া দিলেও তার মধ্যেই প্রস্তুতি চরমে। বুধবার অ্যালেনপার্কে ক্রিসমাস কার্নিভালের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোর মালায় সেজে উঠেছে মল্লিকবাজার থেকে পার্কস্ট্রীট হয়ে সেন্টপলস গীর্জা লাগোয়া পুরো এলাকা।

ইতিমধ্যেই অ্যালেনপার্কে ভিড় জমাচ্ছেন উৎসাহীরা। পিতা যোসেফ, মাতা মেরী এবং সদ্যোজাত যিশুর মডেলকে কে ঘিরে ভিড় জমাচ্ছেন উৎসাহীরা।

গানবাজনার সঙ্গে চলছে দেদার সেলফি তোলাও। রয়েছে পেট পুজোর হরেক আয়োজনও। এরসঙ্গেই কেনাবেচা চলছে সান্টা টুপি , উপহার রেখে যাওয়ার মোজা, হারও হরেক কিসিমের পসরা।সবমিলিয়ে শীতের আমেজ গায়ে মেখে উৎসবের স্রোতে গা ভাসাতে প্রস্তুত সকলেই।