২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জোর করে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে গির্জায় হামলা, ভাঙা হল যিশু খ্রিষ্টের মূর্তি

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার
  • / 6

পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার গির্জায় ভাংচুর। জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হয়েছে এমন অভিযোগে ভাঙচুর করা হল পঞ্জাবের তরনতারন জেলার একটি গির্জায়। জোর করে একদল লোক রাত ১২.৩০ নাগাদ গির্জার ভিতর ঢুকে পড়ে। এরপর যীশু খ্রিষ্ট এবং মা মেরির মূর্তি ভেঙে ফেলা হয়। এমনকি গির্জার ফাদারের গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।পুলিস তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে তরনতারন জেলার বিধানসভা কেন্দ্র পট্টির ঠকরপুর গ্রামে।

 

অকাল তখত এর জথেদার জোর করে ধর্মান্তরের বিরুদ্ধে একটি বিবৃতি জারি করার পরই এই ঘটনাটি ঘটেছে। অকাল তখত  জথেদার বা শিখ প্রধান জিয়ানি হরপ্রীত সিং মঙ্গলবার একটি লাইভ ভিডিয়োতে দাবি করেছিলেন, পঞ্জাবে শিখ এবং হিন্দুদের  বিভ্রান্ত করছে খ্রিষ্টান মিশনারিরা।

 

প্রতারণা করে তারা শিখদের ধর্মান্তরিত করছেন বলেও তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেছিলেন, ধর্মান্তরণের কথা জেনেও পদক্ষেপ নিচ্ছে না সরকার। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই সরকার এমন করছে বলে দাবি করেন জিয়ানি। এই ধর্মান্তরণ রুখতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করেন তিনি। জিয়ানির বক্তব্যের কারণেই এই হিংসার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

 

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় খ্রিস্টানরা গির্জার কাছে ভিড় জমিয়ে বিক্ষোভ দেখান। পুলিশ সুপার আর এস ধিলন জানিয়েছেন, কয়েকজন অসামাজিক ব্যক্তি মিলে এই কাজ করেছে। এই ঘটনায় জড়িত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

 

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ভংচুরের ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। পঞ্জাবের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

 

দুদিন আগে অমৃতসর জেলার দাদুয়ানা গ্রামে খ্রিস্টান মিশনারি অয়োজিত একটি অনুষ্ঠানে বাধা দেয় নিহঙ্গদের একটি দল। এই ঘটনার পর নিহঙ্গদের বিরুদ্ধে জান্দিয়ালা গুরু থানায় আইপিসির ২৯৫, ২৯৬, ৪২৭, ১৪৮ এবং ১৪৯ ধারায় মামলা করা হয়। এই অভিযুক্তদের  সমর্থন করে অকাল তখ্ত। এরপরই মুখে মাস্ক পরে  দুষ্কৃতীরা গির্জায় আক্রমন করে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোর করে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে গির্জায় হামলা, ভাঙা হল যিশু খ্রিষ্টের মূর্তি

আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার গির্জায় ভাংচুর। জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হয়েছে এমন অভিযোগে ভাঙচুর করা হল পঞ্জাবের তরনতারন জেলার একটি গির্জায়। জোর করে একদল লোক রাত ১২.৩০ নাগাদ গির্জার ভিতর ঢুকে পড়ে। এরপর যীশু খ্রিষ্ট এবং মা মেরির মূর্তি ভেঙে ফেলা হয়। এমনকি গির্জার ফাদারের গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।পুলিস তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে তরনতারন জেলার বিধানসভা কেন্দ্র পট্টির ঠকরপুর গ্রামে।

 

অকাল তখত এর জথেদার জোর করে ধর্মান্তরের বিরুদ্ধে একটি বিবৃতি জারি করার পরই এই ঘটনাটি ঘটেছে। অকাল তখত  জথেদার বা শিখ প্রধান জিয়ানি হরপ্রীত সিং মঙ্গলবার একটি লাইভ ভিডিয়োতে দাবি করেছিলেন, পঞ্জাবে শিখ এবং হিন্দুদের  বিভ্রান্ত করছে খ্রিষ্টান মিশনারিরা।

 

প্রতারণা করে তারা শিখদের ধর্মান্তরিত করছেন বলেও তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেছিলেন, ধর্মান্তরণের কথা জেনেও পদক্ষেপ নিচ্ছে না সরকার। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যই সরকার এমন করছে বলে দাবি করেন জিয়ানি। এই ধর্মান্তরণ রুখতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও করেন তিনি। জিয়ানির বক্তব্যের কারণেই এই হিংসার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

 

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় খ্রিস্টানরা গির্জার কাছে ভিড় জমিয়ে বিক্ষোভ দেখান। পুলিশ সুপার আর এস ধিলন জানিয়েছেন, কয়েকজন অসামাজিক ব্যক্তি মিলে এই কাজ করেছে। এই ঘটনায় জড়িত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

 

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ভংচুরের ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। পঞ্জাবের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

 

দুদিন আগে অমৃতসর জেলার দাদুয়ানা গ্রামে খ্রিস্টান মিশনারি অয়োজিত একটি অনুষ্ঠানে বাধা দেয় নিহঙ্গদের একটি দল। এই ঘটনার পর নিহঙ্গদের বিরুদ্ধে জান্দিয়ালা গুরু থানায় আইপিসির ২৯৫, ২৯৬, ৪২৭, ১৪৮ এবং ১৪৯ ধারায় মামলা করা হয়। এই অভিযুক্তদের  সমর্থন করে অকাল তখ্ত। এরপরই মুখে মাস্ক পরে  দুষ্কৃতীরা গির্জায় আক্রমন করে।