আর কিছুক্ষন পরে ফুরফুরা শরীফে আসছেন CM, কড়া নিরাপত্তায় প্রস্তুতি তুঙ্গে

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
আর কিছুক্ষন পরে ফুরফুরা শরীফে আসছেন CM, কড়া নিরাপত্তায় প্রস্তুতি তুঙ্গে

রফিকুল হাসান, ফুরফুরা শরীফ: আর কিছুক্ষণ পর ফুরফুরা শরীফে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাজোসাজো রব ফুরফুরা শরীফে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা ফুরফুরা শরীফ এলাকা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ফুরফুরা শরীফের মুসাফির খানা এলাকায়।

আরও পড়ুন: Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

আজ সোমবার বিকাল ৪ টায় ফুরফুরা শরীফের পীর সাহেব ও পীরজাদাদের সঙ্গে ইফতার মজলিসে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন ফুরফুরা শরীফের জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক তথা পীরজামাতা সৈয়দ সাজ্জাদ হোসেন ও পীরজাদা তামিম সিদ্দিকী সাহেব।

আরও পড়ুন: লরি-গাড়ির সংঘর্ষ, বাগনানে মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী-সহ ২

এদিন সকালে পুবের কলমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জমিয়তে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, ফুরফুরা শরীফের পবিত্র ভূমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর (Mamata Banerjee) আগমনকে ঘিরে একটা সাজোসাজো রব তৈরি হয়েছে। খুশির জোয়ার বইছে। তিনি ফুরফুরা শরীফের সকল পীর সাহেব ও পীরযাদাদের সঙ্গে ইফতার করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা ফুরফুরা শরীফ এলাকা। ছবি- সন্দীপ সাহা

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder