রফিকুল হাসান, ফুরফুরা শরীফ: ফুরফুরা শরীফে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।ফুরফুরা শরীফের দাদা হুজুর এর নামে পলিটেকনিক কলেজের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাথেসাথে ১০০ বেডের হাসপাতাল দাদা হুজুরের নামে করে তার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাথেসাথে ফুরফুরা শরীফ সহ রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নে নানা দাবি দাওয়া রাখেন। দাদাহুজুরের নামে বিশ্ববিদ্যালয় করার দাবি রাখেন পীরজাদা সাফেরি সিদ্দিকী ও পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী। এছাড়া দাদা হুজুরের জন্ম বা মৃত্যু দিবসে রাজ্যে একদিনের ছুটি দেওয়ার দাবি রাখেন পীরজাদা মেহরাব সিদ্দিকী। এদিন ইফতার মজলিসে দোয়া করেন পীর আল্লামা ইদ্রিস সিদ্দিকী সাহেব।