পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফের নয়া স্বীকৃতির পালক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের মুকুটে। মহিলাদের নেতৃত্বেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জাতীয় স্তরে সেরার শিরোপা লাভ পশ্চিমবঙ্গ সরকারের। নারীর ক্ষমতায়নে এগিয়ে বাংলা। আন্তর্জাতিক নারী দিবসের ঠিক পরে পরেই এই সুখবরের কথা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে এ বিষয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি কেন্দ্রের রিপোর্ট উল্লেখ করে লেখেন, ”জাতীয় সমীক্ষার বার্ষিক রিপোর্ট অনুযায়ী, অসংগঠিত ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ শীর্ষ স্থান লাভ করেছে। শুধু তাই নয়, এক্ষেত্রে আমাদের রাজ্যের মহিলাদের অবদানও অসামান্য।”কেন্দ্রীয় সরকারের তরফে দেশের অসংগঠিত শিল্পক্ষেত্রের উপর সমীক্ষা করা হয়েছিল। জাতীয় সমীক্ষার কার্যালয়ের সেই বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে, বাংলাই এক্ষেত্রে দেশের সেরা। অংসগঠিত ক্ষুদ্র, মাঝারি শিল্প, স্বনির্ভর ও স্বনিযুক্তি ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করেছে বাংলা। উৎপাদন শিল্পে কর্মসংস্থানে বাংলা শীর্ষে। দেশের মধ্যে উৎপাদন এবং অন্যান্য কাজে বাংলায় কর্মী সংখ্যাই সবচেয়ে বেশি। এছাড়া শিল্পোদ্যোগের ক্ষেত্রেও বাংলায় এগিয়ে নারীরা। তাঁদের নেতৃত্বে বহু অসংগঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প তৈরি হয়েছে। মহিলা কর্মীর সংখ্যাও সেখানে রেকর্ড। আর কেন্দ্রীয় রিপোর্ট উল্লেখ করে এসবই খুঁটিনাটি সাফল্যের কথা সোশাল মিডিয়ায় লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।