সফিকুল ইসলাম (দুলাল): কালনায় হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত দুই শ্রমিক। আহত একাধিক। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কালনা-২ নম্বর ব্লকের ভবানন্দপুর গ্রামে একটি কোল্ড স্টোরেজে। এদিন সকালে হিমঘরের মেশিন রুমে কাজ চলাকালীন হঠাৎ অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফলে ঘটনাস্থলেই দু’জন শ্রমিকের মৃত্যু হয়। মৃত শ্রমিকরা হলেন— সজল ঘোষ ও সর্বান প্রসাদ শর্মা। এছাড়াও একাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি হিমঘরে কাজ চলাকালীন মেশিন রুমে অ্যামোনিয়া গ্যাস লিক করে দু’জন শ্রমিক মারা যান। জানা গেছে, অ্যামোনিয়া গ্যাস লিক করায় সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঝাঁঝালো গন্ধে অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন। হিমঘরের ভিতর থেকে বিকট শধ শোনেন স্থানীয়রা। অনুমান, মেশিন ঘরে গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও পুলিশ। আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত দুই শ্রমিকের মধ্যে একজনের বাড়ি বিহারে। অন্যজন কালনার বাসিন্দা। জানা গেছে, গ্যাস লিক করার সময় মেশিন ঘরে ২, ৩ জন শ্রমিক কাজ করছিলেন। বাইরে কাজ করছিলেন অন্তত সাতজন। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হিমঘরের কর্মী অভিজিৎ রায় বলেন, ‘ভিতরে একটা অ্যামোনিয়াম গ্যাসের কমপ্রেসার ব্লাস্ট করে। ভিতরে অন্ধকার হয়ে যায়। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা ছুটে পালানোর চেষ্টা করি। ভিতরে তখন কে আটকে ছিল জানতাম না।’