BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট তেলেঙ্গানায় সুড়ঙ্গে ধস, উদ্ধার কাজ নিয়ে খোঁজ নিলেন রাহুল গান্ধি জার্মানিতে চলছে ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ ভোটের আগে ঘর গোছাতে রাজ্য সম্মেলন ঘোষণা তৃণমূলের, প্রধানবক্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খানের নামে স্টেডিয়াম টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর

‘ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম’ আরজিকর রায় প্রসঙ্গে আশাহত মুখ্যমন্ত্রী

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

পুবের কলম প্রতিবেদক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাবাসের রায় ঘোষণা করেছে শিয়ালদহ কোর্ট। এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে নাগরিক সমাজ থেকে রাজনৈতিক দলগুলির মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় একেবারেই খুশি নন, বরং আশাহত। প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের ভূমিকা নিয়েও।
সোমবার রায় ঘোষণার পরে মালদার সভায় তিনি বলেন, আমাদের হাত থেকে ইচ্ছে করে কেসটা কেড়ে নিয়ে গেল। আগেই বলেছিলাম আমরা না পারলে সিবিআইকে কেসটা দিন আপত্তি নেই। কিন্তু আমরা চাই বিচার হোক। মমতা বলেন এই নরপিশাচদের চরম শাস্তি চাই। ফাঁসির দাবিতে আমরাও পথে নেমেছিলাম। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।
এই প্রসঙ্গে কুলতলি, জয়গাঁ, গুড়াপের ঘটনায় মৃত্যুদণ্ড ঘোষণার কথা মনে করিয়ে রাজ্যের পুলিশের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। যেখানে ৫০ থেকে ৫৪ দিনের মধ্যেই সাজা ঘোষণা হয়ে গিয়েছে। আর এক্ষেত্রে (আর জি কর) সাজা ঘোষণা করতে ১৬৪ দিন লেগে গেল।
সোমবার জেলা সফরে যাওয়ার আগেই বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি তো ফাঁসির দাবিতে পথে নেমেছিলাম। অনেকেই অপরাধীর ফাঁসির জন্য আন্দোলন করেছে। রাজ্যে বেশ কয়েকটি মামলায় মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এই ক্ষেত্রে কী সাজা ঘোষণা হবে, তা নির্ভর করবে, কীভাবে মামলা সাজানো হবে তার ওপর।
সোমবার মুর্শিদাবাদের সভা সেরে মালদহে গিয়ে অপরাধের সাজা শুনে হতাশ হলেন মুখ্যমন্ত্রী। বললেন, কী জানি কীভাবে মামলা সাজানো হল। তবে আমি প্রথম দিন থেকে ফাঁসির দাবি জানিয়েছিলাম এখনও তাই করছি। এই ধরনের নরপিশাচদের চরমতম শাস্তি হওয়া উচিত।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder