প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ,সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন
- আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গের পরিস্থিতির ক্রম অবনতি হচ্ছে। বুধবার সকালেও নেমেছে ধস।১০ নম্বর জাতীয় সড়কে যেমন নেমেছে ধস একইভাবে দার্জিলিংয়ের বিজনবাড়ি, রিমবিকের মত এলাকা থেকে এসেছে ধস নামার খবর। রুদ্রমূর্তী ধারণ করেছে তিস্তা।
গত সোমবার রাত থেকে লাগাতার বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গে।বুধবার সকাল থেকেই অতিভারী বর্ষণে বিপর্যস্ত দার্জিলিং সহ একাধিক জেলা। কালিম্পংয়ে নামা ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কের লাভা রোডের একাংশ ধুয়েমুছে গিয়েছে।
কমপক্ষে ১২ টি জায়গায় ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কে (২৯ মাইল, ১০ মাইল, ১১ মাইলের মতো জায়গায়)। তার জেরে শিলিগুড়ি-সিকিম রোডে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। সিকিমের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন।
প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা,বেড়েছে জলঢাকা নদীর জল। দফায় দফায় জল ছাড়া হচ্ছে তিস্তা ব্যারেজ থেকে।তিস্তা সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। প্লাবিত হয়েছে জলপাইগুড়ি জেলাও।