বিয়েবাড়িতে নিমন্ত্রণ না পেয়ে বচসা, বরের হাতে খুন প্রতিবেশী

- আপডেট : ৩ মার্চ ২০২৩, শুক্রবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। কিন্তু আমন্ত্রণ পাননি অপর প্রতিবেশী। সেই অপমানে, রাগে বিয়ে বাড়ি লক্ষ্য করে পাথর ছুঁরতে থাকেন তিনি। বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকেন তিনি। এর পরেই বিয়ের বাড়ির আনন্দ অনুষ্ঠান এক মুহূর্তেই বদলে যায়। বর ও তার বন্ধুদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এর পরেই ওই ৩৬ বছর বয়সী যুবকের উপরে সমস্ত রাগ গিয়ে বর ও তার বন্ধুদের উপরে। তার ওই ব্যক্তিকে ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে বর তার বন্ধুরা।
আশঙ্কাজনকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর। এর পর বর ও তাঁর বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বরকে। কেরলের কোট্টায়াম জেলার কারুকাচলের ঘটনা। কারুকাচলে দিন কয়েক আগে বসেছিল বিয়ের আসর।
বিষ্ণু নামে এক যুবকের বিয়ে ছিল। সেই বিয়েতেই আমন্ত্রণ পাননি বিনু নামে ৩৬ বছরের এক ব্যক্তি ও তাঁর পরিবার। অপমানে বিনু বিয়ে বাড়ির সামনে গিয়ে পাথর ছুঁড়তে থাকে ও গালিগালাজ করতে থাকে। তখনই সাধারণ বচসা থেকে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। বিনুর পক্ষেও কয়েক জন প্রতিবেশী জড়ো হয়েছিলেন সেখানে।
একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রীতিমতো অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। সে সময়ই বিষ্ণু ও তাঁর বন্ধু সেবাস্তিয়ান আক্রমণ করেন বিনুকে। ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। প্রথমে বিনুকে নিয়ে যাওয়া হয় নেয়াট্টিনকারা তালুক হাসপাতালে। সেখান থেকে তিরুঅনন্তপুরমের মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।