১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হিংসা-বিধ্বস্ত মণিপুরে শর্তসাপেক্ষে ইন্টারনেট পরিষেবা চালু  

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ জুলাই ২০২৩, বুধবার
  • / 23

পুবের কলম,ওয়েবডেস্ক: দীর্ঘ আড়াই মাস পর ইন্টারনেট পরিষেবা চালু হল হিংসা-বিধ্বস্ত মণিপুরে। মঙ্গলবার একটি সরকারি বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে। তবে শর্তসাপেক্ষ ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। তবে মোবাইল ডেটার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রাজ্যের স্বরাষ্ট্র দফতর বলেছে, পরিষেবা গ্রহণকারীদের এই মর্মে মুচলেকা দিয়ে ব্রডব্যান্ড পরিষেবা নিতে হবে।

উল্লেখ্য, প্রায় ৮০ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর মঙ্গলবার আংশিক ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। দীর্ঘদিন ধরে নেট পরিষেবা বন্ধ থাকার ফলে অফিস-কাছারি, স্বাস্থ্য-পরিষেবা, শিক্ষা-প্রতিষ্ঠান ইত্যাদি  সমস্যার মুখে পতিত হয়েছে। সে কারণে বহুদিন ধরেই নেট পরিষেবা চালুর দাবি উঠছিল। কিন্তু, সরকার নিরাপত্তার কারণে তা চালু করেনি।

এদিন ব্রডব্যান্ড পরিষেবা চালু হলেও বেশ কিছু শর্ত লাগু করেছে রাজ্য সরকার। যেমন একটি নির্দিষ্ট আইপি থেকে ব্রডব্যান্ড ব্যবহার করতে হবে। ওয়াইফাই হটস্পট ব্যবহার করা যাবে না। কোনও  সামাজিক মাধ্যম থাকবে না। ভিপিএনও বন্ধ করা থাকবে। রোজ লগইন পরিচয় বদল করতে হবে। সরকার প্রদত্ত নিয়ম লঙ্ঘন করলে অভিযুক্তদের কড়া শাস্তির মুখে পড়তে হবে।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিংসা-বিধ্বস্ত মণিপুরে শর্তসাপেক্ষে ইন্টারনেট পরিষেবা চালু  

আপডেট : ২৬ জুলাই ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: দীর্ঘ আড়াই মাস পর ইন্টারনেট পরিষেবা চালু হল হিংসা-বিধ্বস্ত মণিপুরে। মঙ্গলবার একটি সরকারি বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে। তবে শর্তসাপেক্ষ ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। তবে মোবাইল ডেটার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রাজ্যের স্বরাষ্ট্র দফতর বলেছে, পরিষেবা গ্রহণকারীদের এই মর্মে মুচলেকা দিয়ে ব্রডব্যান্ড পরিষেবা নিতে হবে।

উল্লেখ্য, প্রায় ৮০ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর মঙ্গলবার আংশিক ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। দীর্ঘদিন ধরে নেট পরিষেবা বন্ধ থাকার ফলে অফিস-কাছারি, স্বাস্থ্য-পরিষেবা, শিক্ষা-প্রতিষ্ঠান ইত্যাদি  সমস্যার মুখে পতিত হয়েছে। সে কারণে বহুদিন ধরেই নেট পরিষেবা চালুর দাবি উঠছিল। কিন্তু, সরকার নিরাপত্তার কারণে তা চালু করেনি।

এদিন ব্রডব্যান্ড পরিষেবা চালু হলেও বেশ কিছু শর্ত লাগু করেছে রাজ্য সরকার। যেমন একটি নির্দিষ্ট আইপি থেকে ব্রডব্যান্ড ব্যবহার করতে হবে। ওয়াইফাই হটস্পট ব্যবহার করা যাবে না। কোনও  সামাজিক মাধ্যম থাকবে না। ভিপিএনও বন্ধ করা থাকবে। রোজ লগইন পরিচয় বদল করতে হবে। সরকার প্রদত্ত নিয়ম লঙ্ঘন করলে অভিযুক্তদের কড়া শাস্তির মুখে পড়তে হবে।