মুসলিম বিবাহ আইন বাতিলের প্রতিবাদে অসম বিধানসভা থেকে ওয়াক আউট কংগ্রেস–এআইইউডিএফ এর

- আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
- / 13
পুবের কলম ওয়েব ডেস্ক: অসমে মুসলিমদের বিরুদ্ধে হেনস্থা অভিযান চলছে। বিবাহের নিয়ম–নীতির মত প্রাথমিক বিষয়গুলিও রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের থেকে কেড়ে নিতে প্রস্তাব পাশ করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। যে কোনও সময় তা আইনে পরিণত হবে। মুসলিমরা নিজেদের আইন মেনে বিবাহ পর্যন্ত করতে পারবে না, অসমের বিজেপি সরকারের এই দমনমূলক প্রস্তাবের বিরুদ্ধে সোমবার অসম বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধী, কংগ্রেস ও এআইইউডিএফ। গত সপ্তাহে আসাম মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন, ১৯৩৫ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। সোমবার সেই প্রস্তাব পেশ করা হয় বিধানসভায়। তখন এআইইউডিএফ মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করার জন্য একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু স্পিকার বিশ্বজিৎ দাইমারি সে দাবি প্রত্যাখ্যান করেন। ওদিকে কংগ্রেসের বক্তব্য ছিল, বাল্য বিবাহ রুখতে চাইলে মূল বিলটিকে পুরোপুরি বাতিল না করে সেটা সংশোধন করা যেতে পারে।
উল্লেখ্য, শুক্রবার হিমন্তের মন্ত্রিসভা যখন আইনটি বাতিল করার সিদ্ধান্ত অনুমোদন করে, তখন তাদের যুক্তি ছিল, বাল্যবিবাহ রুখতেই এমনটা করছে তারা। দুই বিরোধী দল তাদের সরকারের এই কাজকে সমর্থন করছে না দেখে সোমবার আবারও হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় বলেন, আসাম মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন আইন, ১৯৩৫ বিলটি অবশ্যই রদ করা হবে। কারণ বাল্যবিবাহ রুখতে সাহায্য করবে এই পদক্ষেপ। হিমন্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি বেঁচে থাকতে, অসমে বাল্যবিবাহ হতে দেব না। এদিন মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেস ১০ মিনিটের জন্য বিধানসভা থেকে ওয়াকআউট করে।
এআইইউডিএফ বিধায়করা বিধানসভায় স্লোগান তুলতে তুলতে ওয়েলে চলে যায়। এরপর পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে মেঝেতে বসে পড়ে। পরে আবারও ওয়াকআউট করে তারা। বিরোধী সিপিআই(এম) বিধায়ক ও অসমের একমাত্র ইনডিপেনডেন্ট বিধায়ক অবশ্য ওয়াক আউট করেনি।