২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সনিয়াকে তলবের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভে নামল কংগ্রেস, দিল্লিতে চলল জলকামান

ইমামা খাতুন
  • আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 14

FILE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধির জেরাকে ঘিরে ফের প্রতিবাদে নামল কংগ্রেস। এমনকি দফায় দফায় সংঘর্ষও হয়েছে বলেও খবর। পি চিদম্বরম, অজয় মাকেন-সহ কংগ্রেসের বেশ কয়েক জন নেতাকে বৃহস্পতিবার আটক করে দিল্লি পুলিশ। ঘটনায় দিল্লিজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যদিও বুধবার বিকেল থেকেই দিল্লির ২৪ আকবর রোডের কংগ্রেসের সদর দফতরের সামনে ব্যারিকেড লাগিয়ে প্রাচীর তৈরি করে দেয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লি পুলিশ। কিন্তু পুলিশি ব্যারিকেডকে তোয়াক্কা না করে আকবর রোডের কিছুটা দূরে জমায়েত শুরু করে বিক্ষোভকারীরা। প্রতিবাদে দিল্লিতে রেল ও রাস্তা অবরোধ করেন কংগ্রেস কর্মী- সমর্থকরা।

দিল্লির পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, কর্নাটক, ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে বৃহস্পতিবার সোনিয়াকে ইডির তলবের প্রতিবাদে বিক্ষোভ হয়। এমনকি বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠি চার্জ ও জলকামানের হামলার প্রতিবাদে বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধিকে বৃহস্পতিবার ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট )।
সূত্রের খবর, সবে মাত্র কোভিড থেকে সেরে উঠেছেন সোনিয়া। তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে এদিনের মত জিজ্ঞাসাবাদ বন্ধ করেন ইডি অফিসাররা। তবে পরের সপ্তাহে পুনরায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে বলেই জানা গেছে। অফিসিয়াল সব প্রক্রিয়া শেষ করে দুপুর ১২.৩০ নাগাদ ইডির মুখোমুখি হন সোনিয়া গান্ধি। তারপর দুপুর ২.৩০ নাগাদ তিনি ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সনিয়াকে তলবের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভে নামল কংগ্রেস, দিল্লিতে চলল জলকামান

আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধির জেরাকে ঘিরে ফের প্রতিবাদে নামল কংগ্রেস। এমনকি দফায় দফায় সংঘর্ষও হয়েছে বলেও খবর। পি চিদম্বরম, অজয় মাকেন-সহ কংগ্রেসের বেশ কয়েক জন নেতাকে বৃহস্পতিবার আটক করে দিল্লি পুলিশ। ঘটনায় দিল্লিজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যদিও বুধবার বিকেল থেকেই দিল্লির ২৪ আকবর রোডের কংগ্রেসের সদর দফতরের সামনে ব্যারিকেড লাগিয়ে প্রাচীর তৈরি করে দেয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লি পুলিশ। কিন্তু পুলিশি ব্যারিকেডকে তোয়াক্কা না করে আকবর রোডের কিছুটা দূরে জমায়েত শুরু করে বিক্ষোভকারীরা। প্রতিবাদে দিল্লিতে রেল ও রাস্তা অবরোধ করেন কংগ্রেস কর্মী- সমর্থকরা।

দিল্লির পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, কর্নাটক, ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে বৃহস্পতিবার সোনিয়াকে ইডির তলবের প্রতিবাদে বিক্ষোভ হয়। এমনকি বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠি চার্জ ও জলকামানের হামলার প্রতিবাদে বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধিকে বৃহস্পতিবার ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট )।
সূত্রের খবর, সবে মাত্র কোভিড থেকে সেরে উঠেছেন সোনিয়া। তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে এদিনের মত জিজ্ঞাসাবাদ বন্ধ করেন ইডি অফিসাররা। তবে পরের সপ্তাহে পুনরায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে বলেই জানা গেছে। অফিসিয়াল সব প্রক্রিয়া শেষ করে দুপুর ১২.৩০ নাগাদ ইডির মুখোমুখি হন সোনিয়া গান্ধি। তারপর দুপুর ২.৩০ নাগাদ তিনি ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি।