রাহুল ওয়েনাড থেকে প্রার্থী হোক চাইছে না বাম দলগুলি

- আপডেট : ২৯ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 25
পুবের কলম ওয়েব ডেস্ক: ‘ইন্ডিয়া’ জোটে হাত মিলিয়ে চলছে কংগ্রেস ও সিপিআইএম। বিভিন্ন রাজ্যে জোট হয়েছে, কিন্তু কেরলে একে অপরের বিপক্ষে লড়তে পারে কংগ্রেস ও সিপিআইএম। এখনও পর্যন্ত এমনই চুক্তি রয়েছে। কিন্তু কেরলে বিজেপি শূন্য। এরপরও যদি কেরলের ওয়েনাড থেকে সিপিআইএম এর প্রার্থীর বিরুদ্ধে লড়েন রাহুল গান্ধি, তাহলে জোট সম্পর্কে খারাপ বার্তা যাবে দেশবাসীর কাছে, আর এর ফায়দাও তুলবে বিজেপি, এমনটাই মনে করছে বাম দলের নেতা–নেত্রীরা। সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী ও সিপিআই নেত্রী অ্যানি রাজাকে প্রার্থী করা হবে ওয়েনাড থেকে। তাই যদি হয়, তাহলে তার বিরুদ্ধে লড়াই করবেন রাহুল গান্ধি। এতে তো সুযোগ করিয়ে দেওয়া হবে জোট বিরোধীদের। বোঝানো হবে যে, কোনও ঐক্য নেই জোটে। অতএব রাহুলকে ওনেয়াডে দাঁড় করানোর আগে আর একবার ভাবুক কংগ্রেস, এমনটাই মনে করছে বাম দলগুলি।
এই প্রসঙ্গে সিপিআইএম নেত্রী বৃন্দা কারাট বলেন, রাহুলের ন্যায় যাত্রা ও ভারত জোড়ো যাত্রার মূল উদ্দেশ্য বিজেপির বিরুদ্ধে লড়াই। আর সেটা হওয়া দরকারও। কিন্তু কেরালায় গিয়ে রাহুল যদি বাম দলের বিরুদ্ধেই লড়াই করেন, তাহলে কি বার্তা দেওয়া হবে? সেখানে তো বিজপি নেই। তাই রাহুলের ওয়েনাডে প্রার্থী হওয়া উচিত কিনা, সেই নিয়ে কংগ্রেসের আর একবার ভাবা উচিত।
এই প্রসঙ্গে অ্যানি রাজা বলেন, বিরোধীদের অনেকেই মনে করছে, ইন্ডিয়া জোটের নেতা–নেত্রীরা একে অপরের বিরুদ্ধে লড়াই করলে জোট সম্পর্কে ভুল বার্তা যাবে। বিজেপিকে অক্রমণ করার সুযোগ দেওয়া হবে।