পুবের কলম, ওয়েবডেস্ক: অসমের কংগ্রেসের মুখপাত্র ঋতম সিংকে গ্রেফতার করল হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ। শনিবার গুয়াহাটির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস শিবির। রাজ্যে একনায়কতন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।
সূত্রের খবর, সামাজিক মাধ্যমে বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় কংগ্রেসের মুখপাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তিন বিজেপি বিধায়কের বিরুদ্ধে চলা মামলা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস নেতাকে শাস্তি দিতেই এমন পদক্ষেপ নিয়েছে হিমন্ত বলে অভিযোগ হাত শিবিরের।