নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি: সংসদে বিরোধীদের জবাবি ভাষণে ফের কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবারতন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, ‘গোটা দলটাই টিকে আছে পরিবারতন্ত্রের উপর ভিত্তি করে।’ রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ভাষণে বলেন, ‘কংগ্রেসের থেকে সবকা সাথ, সবকা বিকাশ আশা করাই উচিত নয়। এটা যেমন ওদের ধারণার বাইরে, ঠিক তেমনই ওদের দলের আর্দশের মধ্যে পড়ে না।’
মোদির বক্তব্য, “কংগ্রেসের মডেলই হল পরিবার প্রথম। তাদের আমলে সবকিছুতেই তোষণ ছিল। আর এটাই ছিল কংগ্রেসের রাজনীতি। বিজেপি ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নযজ্ঞ শুরু হয়েছে। তোষণের উপর ভিত্তি করে নয়, বরং সন্তুষ্টির উপর ভিত্তি করে কাজ করে বিজেপি। জনগণ আমাদের উন্নয়নের মডেল বুঝতে পেরেছে এবং আমাদের সমর্থন করেছে।”
Read More: হাতকড়া পড়িয়ে ভারতীদের দেশে পাঠাচ্ছে ট্রাম্প, ‘চরম অপমান’ নিয়ে বিক্ষোভ বিরোধীদের
মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী অবৈধ অভিবাসীদের গতকাল ভারতে ফেরাত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর বিমান সি-১৭ করে ১০৪ জন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের বিতাড়ন ইস্যুতে উত্তাল হয় সংসদ। লোকসভায় কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করেছে, “ভারতীয়দের চরম অপমান করা হয়েছে।” ভারতীদের দেশে পাঠানোর ঘটনাকে ‘অমানবিক’ বলে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিরোধী সাংসদরা। এদিন বিরোধীদের আক্রমণেরও জবাব দিয়েছেন মোদি।