শ্রীনগর, ৯ মার্চ: উপত্যকা রাজ্যে নিখোঁজ তিন ব্যক্তিকে সন্ত্রাসীরা হত্যা করেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। এই ঘটনাকে অত্যান্ত উদ্বেগের বিষয় বলেও ব্যাখ্যা করেছেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা থেকে নিখোঁজ হয়েছিলেন দুই ব্যক্তিসহ এক তরুণ। এদিন কাঠুয়ার লোহাই মালহার এলাকায় বিল্লাওয়ার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নিখোঁজ হয়ে হন তিন জন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার নিখোঁজদের মৃতদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহি্নী। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন যোগেশ সিং (৩৫),দর্শন সিং (৪০) এবং বারুন সিং (১৪)। জম্মুর কাঠুয়া জেলা থেকে নিখোঁজ হওয়া তিন হিন্দু নাগরিকের মৃতদেহ বিল্লাওয়ারের উপরের এলাকায় পাওয়া গেছে।
রবিবার এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি এক্স-এ বলেন, “কাঠুয়া জেলার বানি অঞ্চলে সন্ত্রাসবাদীদের দ্বারা তিন যুবকের নৃশংস হত্যাকাণ্ড দুঃখজনক এবং অত্যন্ত উদ্বেগের বিষয়। এই শান্তিপূর্ণ এলাকায় পরিবেশ নষ্ট করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব নিজে জম্মু গিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। এ ধরনের ঘটনা আর ঘটবে না, মানুষের আস্থা দৃঢ় থাকবে বলে আমার বিশ্বাস।”
নিখোঁজদের দেহ উদ্ধার ঘিরে শুক্রবার রাজ্য বিধানসভায় সরকারের কাছে জবাব চেয়েছেন এক বিজেপি বিধায়ক। এদিকে রবিবারই উপত্যকা রাজ্যে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগর গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। ইন্টেলিজেন্স ব্যুরো, বিএসএফ, সিআরপিএফ, পুলিশ, গোয়েন্দা আধিকারিক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন তিনি। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি কাশ্মীরের কুলগাম জেলা থেকে নিখোঁজ হয়েছিলেন তিন মুসলিম যুবক। পরিবারের লোকজন পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। এতদিন পেরিয়ে গেলেও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।