১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

একটানা ভারী বর্ষণে বন্যা পাকিস্তানে, নিহত ২৮

ইমামা খাতুন
  • আপডেট : ১১ জুন ২০২৩, রবিবার
  • / 9

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানে একটানা ভারী বৃষ্টির জেরে ২৮ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিতে ঘরবাড়ি ধসে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের চারটি জেলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ৬৯টি বাড়ি আংশিক ধ্বংস হয়েছে। এছাড়া উপড়ে পড়া গাছ, বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ারে ভেঙে পড়া-সহ বৃষ্টি সংক্রান্ত নানা ঘটনায় আরও ১৪৫ জন আহত হয়েছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার ঝড়-বৃষ্টির কারণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে ত্রাণ কার্যক্রমের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একটানা ভারী বর্ষণে বন্যা পাকিস্তানে, নিহত ২৮

আপডেট : ১১ জুন ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানে একটানা ভারী বৃষ্টির জেরে ২৮ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টিতে ঘরবাড়ি ধসে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের চারটি জেলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ৬৯টি বাড়ি আংশিক ধ্বংস হয়েছে। এছাড়া উপড়ে পড়া গাছ, বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ারে ভেঙে পড়া-সহ বৃষ্টি সংক্রান্ত নানা ঘটনায় আরও ১৪৫ জন আহত হয়েছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার ঝড়-বৃষ্টির কারণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে ত্রাণ কার্যক্রমের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।