করোনায় পিতা-মাতাকে হারিয়ে অনাথ হয়ে পড়া শিশুদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

- আপডেট : ৩০ মে ২০২২, সোমবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা অতিমারিতে বাবা-মাকে হারিয়ে অনাথ হয়েছে বহু শিশু। এবার সেই সমস্ত শিশুদের দায়িত্ব কাঁধে তুলে নিল কেন্দ্র সরকার। অনাথ হয়ে পড়া শিশুদের জন্য আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করল মোদি সরকার। সোমবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, করোনায় যে সমস্ত শিশুরা বাবা-মাকে হারিয়ে অনাথ হয়েছে তাদের জন্য ‘পিএম কেয়ারস ফর চিলড্রেন’ প্রকল্পের অধীনে আর্থিক প্যাকেজ পাবে তারা। পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম এই সমস্ত শিশুদের জন্য সাহায্যের জন্য একটি প্রচেষ্টা মাত্র। যে সমস্ত শিশুরা করোনা অতিমারির সময় পিতা-মাতাকে হারিয়েছেন তাদের জন্য এই পরিস্থিতি খুবই কঠিন একটি সময়।
প্রধানমন্ত্রী বলেন, ‘পিএম কেয়ারস ফর চিলড্রেন’ প্রকল্পের অধীনে শিশুদের সাহায্য করার জন্য একটি বিশেষ রূপরেখা তৈরি করা হয়েছে। সেইভাবে শিশুদের জন্য কাজ করবে এই প্রজেক্ট। সরকার শিশুর দৈনন্দিন প্রয়োজনের জন্য অন্যান্য প্রকল্পের মাধ্যমে মাসিক চার হাজার টাকার ব্যবস্থাও করেছে।
“আমি শিশুদের সঙ্গে কথা বলছি প্রধানমন্ত্রী হিসাবে নয়, তাদের পরিবারের একজন সদস্য হিসেবেই। আমি তাদের পাশে থাকতে পেরে খুব খুশি’।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘পিএম কেয়ারস ফর চিলড্রেন’- অন্যান্য সুবিধাগুলির মধ্যে আয়ুষ্মান স্বাস্থ্য কার্ডও দেওয়া হচ্ছে, এর থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধাও পাওয়া যাবে।
উল্লেখ্য, ১১ মার্চ, ২০২০ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২১-এর মধ্যে করোনায় যে সমস্ত সন্তান তাদের পিতামাতা বা আইনি অভিভাবক বা দত্তক পিতামাতাকে হারিয়েছে, তাদের সমর্থন করার জন্য সরকার ২৯ মে, ২০২১-এ এই উদ্যোগ চালু করে কেন্দ্র সরকার।