দেশে বাড়ছে করোনা সংক্রমণ! নিয়ন্ত্রণ করতে ৬ রাজ্যকে চিঠি কেন্দ্রের

- আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে ক্রমে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। এই আবহে দেশের ছয় রাজ্যে চিঠি পাঠিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার। ছয় রাজ্য হল মহারাষ্ট্র, গুজরাত, তেলেঙ্গনা, তামিলনাডু, কেরল এবং কর্নাটক।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পাঠানো চিঠিতে এই রাজ্যগুলির প্রশাসনকে কোভিডের পরীক্ষা, চিকিৎসা এবং টিকা দেওয়ার উপর জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কড়া নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।
সংক্রমণ রোধ করতে জেলা, উপ জেলা এবং পঞ্চায়েত স্তরে করোনার পরীক্ষা বাড়ানোর কথাও বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে এমন কিছু রাজ্য রয়েছে যেখানে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত মিলেছে। সংক্রমণ প্রতিরোধ করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পন্থা গ্রহণ করা উচিত।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে প্রকাশিত হওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে এক দিনে ৭০০ জনেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৬২৩। গত বছর নভেম্বর মাসের পর আবারও দৈনিক সংক্রমণের হার সর্বাধিক। বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা মোট সংক্রমণের ০.০১ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭৯৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়েছেন ৩৮৮ জন। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪০৩। দেশে এখনও পর্যন্ত করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,০২৬।