কর্নাটকে ফের বাড়ছে করোনার সংক্রমণ, গত তিনদিনে আক্রান্ত কমপক্ষে ১০ জন পড়ুয়া, বন্ধ হতে পারে স্কুল
- আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ কর্নাটকে ফের চাড়া দিতে শুরু করেছে করোনা সংক্রমন। ১৬ জুন প্রকাশিত একটি নির্দেশিকার পরিপ্রেক্ষিতে ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন (ডিপিআই) রাজ্যের স্কুলগুলিকে বন্ধ রাখতে বলেছে। একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন মোতাবেক জানা যাচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে যদি ১০ জনের বেশি পড়ুয়া করোনা আক্রান্ত হয় বা তাদের মধ্যে করোনা সংক্রমণের লক্ষণ পরিলক্ষিত হয় সেই ক্ষেত্রে স্কুলগুলিকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করার ভাবনা চিন্তা করা হতে পারে।
ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন বা ডিপিআই আরও জানিয়েছে শুধু পড়ুয়ারা নই স্কুলের অধ্যক্ষ, শিক্ষক বা অশিক্ষক কর্মচারী যে কেউ আক্রান্ত হলেই একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কর্নাটকের শিক্ষাদফতর আরও জানিয়েছে কোন কারনে যদি একটানা স্কুল বন্ধ রাখতে হয় তার জেরে যাতে পড়ুয়াদের কোন অসুবিধে না হয় তার দিকে নজর দেওয়া হবে। প্রয়োজন হলে সরকারি ছুটির দিনগুলিতে ক্লাস নিয়ে সিলেবাস সম্পূর্ণ করা হবে।
ডিপিআই তাদের নির্দেশিকায় আরও বলেছে প্রতিটি স্কুলকে ভালোভাবে স্যানিটাইজ করতে হবে। প্রয়োজনে ছাত্রছাত্রীদের বাড়ি থেকে গরম জল আনার নির্দেশ দিতে হবে। ১২ থেকে ১৪ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার বিষয়টিও সুনিশ্চিত করতে হবে।
বেঙ্গালুরুর দাসারহাল্লি জোনের দুটি স্কুলের ৩১ জন ছাত্র ইতিমধ্যেই কোভিড আক্রান্ত হয়েছে। ওই জোনের স্কুলগুলিতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কর্নাটকে কোভিড পজিটিভ কেস নথি ভুক্ত করা হয়েছে ৮৩৩টি। অ্যাকটিভ কেস নথিভুক্ত করা হয়েছে ৪৩৭১টি। কোভিড পজিটিভ রেট ৩.৪৭। বেঙ্গালুরুতে নতুন করে ৭৯১টি কোভিড পজিটিভ কেস নথিভুক্ত করা হয়েছে।