করোনা কাঁটা, গোয়া সফর বাতিল করলেন অভিষেক
- আপডেট : ৯ জানুয়ারী ২০২২, রবিবার
- / 5
পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা অতিমারীর প্রকোপ বৃদ্ধির কারণে গোয়ায় রাজনৈতিক সফর বাতিল করলেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ঢেউয়ের প্রভাবে দেশ জুড়ে বেড়েছে করোনার সংক্রমণ। এরই মধ্যে উত্তরপ্রদেশ, গোয়া সহ ৫ রাজ্যের নির্বাচনের সূচীও ঘোষণা করেছে কমিশন।
তবে করোনা অতিমারীর এই বাড়বাড়ন্ত সময়ে মেলা-ভোটের পপক্ষপাতী যে তিনি নন, নিজের এই ব্যক্তিগত অভিমত আগেই জানিয়েছেন অভিষেক।
নিজের সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে আগামী দু মাস সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন আগেই, এবার গোয়া সফর বাতিল করলেন তিনি।
৪০ সদস্যের গোয়া বিধানসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি। কোঙ্কন উপকূলের এই ছোট্ট রাজ্যটিকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল শিবির। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও গোয়া সফর করে এসেছেন। আঞ্চলিক দলের তকমা ঝেড়ে ফেলে সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান দৃড় করতে মরিয়া ঘাসফুল শিবির।
নতুন বছরে গোয়ায় রাজনৈতিক সফরের পরিকল্পনা ছিল তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে তিনি মন দেবেন ভোটের প্রচারে। ২০২১ এই গোয়ায় সংগঠন খুলেছে বাংলার শাসকদল। আপাতত দলের দুই মহিলা সাংসদ – মহুয়া মৈত্র ও সুস্মিতার দেবের কাঁধে সংগঠনে গোছানোর ভার দেওয়া হয়েছে