পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে নাসা ও স্পেস এক্সের Crew-10 আজ পৌঁছেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। চার মহাকাশচারীকে নিয়ে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ১৫ মার্চ রওনা দেয় মহাকাযানটি। ওই মহাকাশযানেই পৃথিবীতে ফেরার কথা সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের।
আরও পড়ুন: মহাকাশ স্টেশনে সঙ্গীদের দেখে কী করলেন Sunita Williams-রা?
নাসা সূত্রে খবর, আমেরিকার স্থানীয় সময় শনিবার রাত সাড়ে এগারোটা ও ভারতীয় সময় রবিবার সকাল ৯টা নাগাদ Crew-10 অবতরণ করেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তার পরবর্তী ধাপে মহাকাশযানের দরজাটি খুলেছে ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে। এর পরই Crew-10 টিমের চার মহাকাশচারী টাকুয়া ওনিশি, ক্রিলি পেসকভ, অ্যানি ম্যাকক্লেন এবং নিকোল আয়ারস প্রবেশ করেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে।
Crew 10 Dragon vehicle arriving! pic.twitter.com/3EZZyZW18b
— Don Pettit (@astro_Pettit) March 16, 2025