১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বসিরহাটের শক্তি সংঘের ‘লালকেল্লা’ দেখতে ভিড় দর্শনার্থীদের

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার
  • / 8

ইনামুল হক, বসিরহাটঃ দিল্লির লালকেল্লা এবার বসিরহাটে।২১তম বর্ষে পদার্পণ করল বসিরহাট শক্তি সংঘ। তাদের পুজোর এবারের বিষয়বস্তু লালকেল্লার আদলে পূজা মন্ডপ। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লার আদলে পূজা মন্ডপ তৈরি করে বসিরহাট বাসীর সামনে এক অনন্য নিবেদন করলো এই ক্লাব। এই পূজা মন্ডপের ভিতরে ঢুকলেই প্রতিমা দর্শনার্থীরা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ভগৎ সিং, আসফাকুল্লাহ, মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেখতে পাবেন। এছাড়াও আন্দামান সেলুলার জেলে বন্দি স্বাধীনতা সংগ্রামী, যাদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের নামের তালিকাও দেখতে পাবে দর্শনার্থীরা। এছাড়াও কোন রাজ্য থেকে কত জন এই আন্দামান রাজ্যের বন্দী ছিলেন এবং কতজনের ফাঁসি দেওয়া হয়েছিল তার বিস্তর বিবরণ রয়েছে পূজা মন্ডপের ভিতরে। প্রতিমা দর্শনের পাশাপাশি ভারতের স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত তথ্য পেয়ে খুশি আট থেকে আশি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বসিরহাটের শক্তি সংঘের ‘লালকেল্লা’ দেখতে ভিড় দর্শনার্থীদের

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার

ইনামুল হক, বসিরহাটঃ দিল্লির লালকেল্লা এবার বসিরহাটে।২১তম বর্ষে পদার্পণ করল বসিরহাট শক্তি সংঘ। তাদের পুজোর এবারের বিষয়বস্তু লালকেল্লার আদলে পূজা মন্ডপ। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লার আদলে পূজা মন্ডপ তৈরি করে বসিরহাট বাসীর সামনে এক অনন্য নিবেদন করলো এই ক্লাব। এই পূজা মন্ডপের ভিতরে ঢুকলেই প্রতিমা দর্শনার্থীরা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ভগৎ সিং, আসফাকুল্লাহ, মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেখতে পাবেন। এছাড়াও আন্দামান সেলুলার জেলে বন্দি স্বাধীনতা সংগ্রামী, যাদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের নামের তালিকাও দেখতে পাবে দর্শনার্থীরা। এছাড়াও কোন রাজ্য থেকে কত জন এই আন্দামান রাজ্যের বন্দী ছিলেন এবং কতজনের ফাঁসি দেওয়া হয়েছিল তার বিস্তর বিবরণ রয়েছে পূজা মন্ডপের ভিতরে। প্রতিমা দর্শনের পাশাপাশি ভারতের স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত তথ্য পেয়ে খুশি আট থেকে আশি।