আজ সকাল ১০ টায় রাজ্যপাল হিসেবে শপথ নেবেন সিভি আনন্দ বোস
- আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: আজ সকাল ১০ টায় রাজ্যের নয়া রাজ্যপাল হিসেবে শপথ নেবেন সিভি আনন্দ বোস।তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। উপস্থিত থাকবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেন লা গণেশন। এবার স্থায়ী রাজ্যপাল এলেন বাংলায়।
গত বৃহস্পতিবারই এই প্রাক্তন আমলাকে রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিয়োগের পরের দিন নতুন সাংবিধানিক প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের অহিনকুল অবস্থান প্রত্যক্ষ করেছেন সকলেই।
রাজ্যপাল হিসেবে নাম ঘোষণার পরই সিভি আনন্দ বোস জানিয়েছেন , সাংবিধানিক প্রধান হিসেবে তিনি প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলতে চান