১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, মুম্বইয়ে বিঘ্নিত বিমান পরিষেবা  

ইমামা খাতুন
  • আপডেট : ১২ জুন ২০২৩, সোমবার
  • / 20

পুবের কলম,ওয়েবডেস্ক: ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ  উপকূলে সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। যত এগিয়ে আসছে ‘বিপর্যয়’, আরব  সাগরের জলরাশি থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে তত শক্তি বাড়াচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল বরাবর সমুদ্র উত্তাল থেকে খুব উত্তাল থাকবে। বৃহস্পতিবার থাকবে আরও ভীষণরকম উত্তাল। বিশাল উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়বে। গুজরাত,  কেরল, কর্নাটক ও লাক্ষাদ্বীপে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার গুজরাত  কচ্ছ ও পাকিস্তানের করাচির মধ্যে আছড়ে পড়তে চলেছে ‘বিপর্যয়’। গুজরাতের   কচ্ছ উপকূলে কান্দলার দীনদয়াল বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিচু জায়গা থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে সরাতে শুরু করে দিয়েছে।

 ‘বিপর্যয়’ মোকাবিলায় কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে, রবিবার উপকূল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ১৪ জুন পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে গুজরাতের ভালসাদে তিথাল সৈকত।

গুজরাতের কচ্ছ, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর ও দ্বারকা জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ১৩ থেকে ১৫ জুন। ‘বিপর্যয়’-এর দাপটে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মুম্বইতেও।

 বৃষ্টি বিঘ্নিত মুম্বইয়ে ব্যাহত বিমান পরিষেবা। বহু উড়ান বাতিল হয়েছে। বহু উড়ান দেরিতে চলছে। কোনও কোনও ক্ষেত্রে আবার বাজে আবহাওয়ার জন্য জরুরি অবতরণও করে বেশ কিছু বিমান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, মুম্বইয়ে বিঘ্নিত বিমান পরিষেবা  

আপডেট : ১২ জুন ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ  উপকূলে সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর। যত এগিয়ে আসছে ‘বিপর্যয়’, আরব  সাগরের জলরাশি থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে তত শক্তি বাড়াচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল বরাবর সমুদ্র উত্তাল থেকে খুব উত্তাল থাকবে। বৃহস্পতিবার থাকবে আরও ভীষণরকম উত্তাল। বিশাল উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়বে। গুজরাত,  কেরল, কর্নাটক ও লাক্ষাদ্বীপে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার গুজরাত  কচ্ছ ও পাকিস্তানের করাচির মধ্যে আছড়ে পড়তে চলেছে ‘বিপর্যয়’। গুজরাতের   কচ্ছ উপকূলে কান্দলার দীনদয়াল বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিচু জায়গা থেকে মানুষদের নিরাপদ আশ্রয়ে সরাতে শুরু করে দিয়েছে।

 ‘বিপর্যয়’ মোকাবিলায় কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে, রবিবার উপকূল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ১৪ জুন পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে গুজরাতের ভালসাদে তিথাল সৈকত।

গুজরাতের কচ্ছ, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর ও দ্বারকা জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ১৩ থেকে ১৫ জুন। ‘বিপর্যয়’-এর দাপটে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মুম্বইতেও।

 বৃষ্টি বিঘ্নিত মুম্বইয়ে ব্যাহত বিমান পরিষেবা। বহু উড়ান বাতিল হয়েছে। বহু উড়ান দেরিতে চলছে। কোনও কোনও ক্ষেত্রে আবার বাজে আবহাওয়ার জন্য জরুরি অবতরণও করে বেশ কিছু বিমান।