বিজেপির নবান্ন অভিযান ঘিরে দিনভর চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 10
পুবের কলম প্রতিবেদক: মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই যাত্রী দুর্ভোগ চরমে উঠল। বিজেপির নবান্ন অভিযানের জেরে বন্ধ একাধিক রাস্তা। আর তার জেরে বহু স্ট্যান্ডে আসছে না বাস। আর এই ঘটনায় সাধারণ মানুষের নাজেহাল অবস্থা।
এদিন সকাল থেকেই হাওড়া বাস স্ট্যান্ডে চলছে বাস ধরার যুদ্ধ। অফিস পৌঁছনোর তাড়ায় চলেছে বিপজ্জনকভাবে বাসে ওঠার লড়াই। যাত্রীদের বাদুড়ঝোলা হয়ে যাচ্ছে ঝুলতে দেখা গেছে।
আবার হাওড়া থেকে মেলেনি শিয়ালদহ কিংবা যাদবপুর, গড়িয়া, বেহালা রুটের বাস। উত্তর কলকাতায় যাওয়ার যে কটি বাস পাওয়া যাচ্ছে তাতে অত্যাধিক ভিড়। এই অবস্থায় বাস ধরতে হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছেন অনেকেই৷ বাস ধরার জন্য একাধিক জায়গায় চরম দুর্ভোগের ছবি ধরা পড়েছে।
নিত্যযাত্রীদের অনেকেই বলছেন এমন দুর্ভোগ হবে আগে জানলে তারা এই দিন অফিসে আসতেন না। হাওড়া বাসস্ট্যান্ড থেকে সেক্টর ফাইভ যাবেন আনন্দ মোহন নামে এক ব্যাক্তি তিনি বলেন, এক থেকে দেড় ঘন্টা দাড়িয়ে রয়েছেন সরকারি বাসের জন্য। তাও মেলেনি বাস। একটি বেসরকারি রুটের বাস আসলেও, তাতে যা ভিড় তাতে ওঠা সম্ভব হয়নি।
আরও এক ব্যক্তি। যদিও তিনি নাম বলতে চাননি। তিনি মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন। যাবেন নীল রতন সরকার মেডিক্যাল কলেজে। মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসে বিপাকে তিনি। হাওড়া বাস স্ট্যান্ডে এসে তিনি বাসে ওঠার জন্য অপেক্ষা করছেন। যদিও অসুস্থ মাকে নিয়ে বাসে ওঠার মতো পরিস্থিতি ছিল না। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করা ছাড়া গতি নেই যাত্রীদের।
যদিও এই বিষয়ে বেসরকারি বাস মালিকদের বক্তব্য, অশান্তির আশঙ্কায় তারা বাস নামাতে চাননি। বিজেপির কর্মসূচি মিটলে তবে বাস নামাবেন তারা। আর সরকারি বাস প্রসঙ্গে তাদের বক্তব্য পূর্ণ ক্ষমতার বাসই চালানো হচ্ছে। কিন্তু একাধিক রুটে যানজট থাকার কারণে যথাসময়ে বাস এসে স্ট্যান্ডে পৌঁচ্ছছে না। তাই দীর্ঘ সময় ধরে অসুবিধার শিকার হতে হচ্ছে যাত্রীদের। অফিস ফেরত যাওয়ার সময় কী অবস্থা হবে তা নিয়ে শুরু যাত্রীদের চিন্তা।
সকাল থেকেই যাত্রী দুর্ভোগ চরমে। বিজেপির নবান্ন অভিযানের জেরে বন্ধ একাধিক রাস্তা। আর তার জেরে স্ট্যান্ডে আসছে না একাধিক বাস। যার জেরে সাধারণ মানুষের অবস্থা কাহিল। সকাল থেকেই হাওড়া বাস স্ট্যান্ডে চলছে বাস ধরার যুদ্ধ। বিপজ্জনকভাবে বাসে ওঠার লড়াই চলছে। বহু ক্ষেত্রেই যাত্রীদের বাদুড়ঝোলা হয়ে বাস ধরতে হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।
হাওড়ার উলুবেড়িয়া থেকে হাওয়ায় নেমেছেন সন্দীপ মাইতি নামে এক ব্যক্তি। পার্কস্ট্রিটে একটি সংস্থায় কাজ করেন। তিনি জানান, সকাল ৯.৩০ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছেন। বহু কষ্টে প্রায় বেলা ৩টে নাগাদ অফিসে পৌছান। তিনি আরও বলেন, বিজেপির গুন্ডামি দেখলাম। কিভাবে রাস্তায় ইট পাথর ছোড়া হচ্ছে।