দিনমজুরকে কোটি টাকা আয়কর রিটার্নের নোটিস! মাথায় হাত বৃ্দ্ধার

- আপডেট : ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 34
পুবের কলম, ওয়েবডেস্ক: যত কাণ্ড যোগী রাজ্যে! উত্তরপ্রদেশের এক বৃদ্ধা পেলেন প্রায় ৫ কোটি টাকার ইনকাম ট্যাক্স রিটার্নের নোটিস।পেশায় দিনমজুর বৃদ্ধা নোটিস পেয়ে হতবাক। শুধু তিনি নন, তাঁর স্বামীও কোটি টাকার সরকারি নোটিস পেয়ে তাজ্জব হয়ে গেছেন। পেশায় দিনমজুর বৃদ্ধার নাম সাবরা।উত্তরপ্রদেশের জসরানা শহরের একটি বস্তিতে স্বামী শামসুদ্দিনের সঙ্গে থাকেন। নোটিসে ২০২১-২২ সালের নিরিখে প্রায় ৪.৮৮ কোটি টাকা রিটার্ন দাখিল করতে বলা হয়েছে। ৩০ মার্চ নোটিসটি হাতে পান সাবরা। ঘটনার আকস্মিকতায় স্বামী-স্ত্রী দুজনেই মানসিকভাবে বিপর্যস্ত। তাঁদের আয় খুবই কম। যা ট্যাক্স দেওয়ার পর্যায়ে পড়ে না। এত বিপুল পরিমাণ অর্থের অঙ্ক দেখে স্বাভাবিকভাবেই তাঁরা কী করবেন বুঝতে উঠতে পারছেন না। নোটিসে ৪ কোটি ৮৮ হাজার ৩৭ হাজার ৯২৭ টাকার উল্লেখ রয়েছে। ১৯৬১ সালের আয়কর আইনের ১৪৮ ধারা তাঁদের উপর কেন প্রযোজ্য হবে না তাও নোটিসে লেখা রয়েছে।
আরও পড়ুন: চাপ বাড়ল মুজিব কন্যার, হাসিনার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা
একদিন সকালে পোস্টম্যান এসে নোটিসটি বৃদ্ধার হাতে ধরিয়ে দিয়ে যায়। বৃদ্ধা নিরক্ষর হওয়ায় ইংরেজি নোটিসে কী লেখা আছে বুঝতে পারেননি। নোটিসটি নেওয়ার সময় পোস্টম্যান তাঁর বুড়ো আঙুলের ছাপও নিয়ে নেয়। ফলে দুইজনই এখন ভয়ে আছেন। এই প্রসঙ্গে এক আয়কর আইনজীবী জানিয়েছে, এই ধরনের নোটিস অনেক সময় ভুলবশত চলে আসে। আইন মেনে সঠিক পদক্ষেপ করতে হবে। আধার নম্বর জালিয়াতি হয়েছে কিনা সে বিষয়েও তদন্ত করে দেখার কথা বলেছেন।
তবে এটিই প্রথম ঘটনা নয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক সাফাই কর্মীর সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটে। করণ কুমার রায়ে নামে ওই সাফাই কর্মী প্রায় ৩৩.৮৮ কোটি টাকার নোটিস পান। তাঁর মাসিক আয় মাত্র ১৫ হাজার টাকা। বারবার এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই যোগী প্রশাসনের অদক্ষতার দিকে আঙুল তুলেছেন অনেকে।