BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

বিজেপি করছি বলা সত্ত্বেও থানায় বেদম প্রহার দলিত নেতাকে

রিপোর্টার:
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

লখনউ, ১৬ জানুয়ারি: উত্তর প্রদেশের প্রয়াগরাজের ঘটনা, মনোজ পশি নামে এক দলিত বিজেপি নেতাকে থানার ভিতরে বেদম প্রহার করায় ক্ষুব্ধ দলিত সমাজ। দলের তফসিলি জাতি ইউনিটের প্রধান জানিয়েছেন, এই অত্যাচারের শেষ দেখে ছাড়ব। দলিত ও আদিবাসীদের ক্ষোভের আঁচ পেয়ে বিজেপির উচ্চবর্ণের নেতারা হাসপাতাল থানা পুলিশে ছোটাছুটি করছেন।

 

ইতিমধ্যে চারজন পুলিশকে সাসপেন্ড করানো হয়েছে। তবে দলিতদের ক্রোধ সবচেয়ে বেশি থানার অফিসার ইনচার্জের উপর। কুম্ভমেলা চলছে এই যুক্তি দেখিয়ে তার বিরুদ্ধে উপর তলার পুলশি কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুটছে দলিত ও আদিবাসী সমাজ। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিজেপির তফসিলি সমর্থকরাও।

দলিত নেতা মনোজ থানায় গিয়েছিলেন তার ভাই-এর জমিতে পুলিশ কাজ বন্ধ করে দেওয়ায়। মনোজ বিজেপির তপসিলি মোর্চার ক্যাশিয়ারের দায়িত্বে রয়েছেন। তিনি থানায় গিয়ে কাজ বন্ধের কোর্ট অর্ডার নিয়ে জানতে চাইছিলেন কিন্তু, ওসির সামনেই অন্যান্য পুলিশ বেদম প্রহার করায় অজ্ঞান হয়ে যায় সে। পুলিশ আবার তাকে হাসপাতালে ভর্তি করায়। এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দলিতদের দাবি নিম্ন বর্ণের হওয়ার জন্যই মনোজের উপর এই অত্যাচার হয়েছে।

 

থানা পুলিশ ও নিরাপদ নয় দলিতদের জন্য। ক্ষোভ দেখার পর পুলিশের উচ্চ পর্যায়ের অফিসাররা ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন। চার জনকে সাসপেন্ড করার পরও ক্ষোভ কমছে না দেখে বিজেপির উচ্চবর্ণের নেতারা মনোজের বাড়িতে গিয়ে সান্ত্বনা জানাতে ছুটছেন। মনোজের বাড়ির লোক জানায় থানা থেকে পুলিশ যেদিন কাজ বন্ধ করতে আসে সেদিনও বিদ্বেষ মূলক ও আপত্তিকর মন্তব্য করেছে।

উত্তরপ্রদেশে জাতি গণনার অনুমতি নেই যোগী সরকারের আমলে। এই রাজ্যে নিম্নবর্ণের মানুষের সংখ্যা সব চেয়ে বেশি বলে মনে করা হয়। সেজন্য বিজেপি তাদের উপর ভরসা রাখছে বেশি, কিন্তু দলিতদের উপর অত্যাচার বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে বিজেপি।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder